বাইসাইকেলে ভারত থেকে বাংলাদেশ ভ্রমণে ৯ পর্যটক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

বাইসাইকেলে সড়ক পথে ভারত থেকে বাংলাদেশ এসেছেন ৯ সদস্যের একটি ভ্রমণ পিপাসু দল। সোমবার বিকালে তারা ভারতের বসিরহাট থেকে বাইসাইকেলের সামনে সামাজিক সচেতনতায় বিভিন্ন প্লে-কার্ড লাগিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে পৌঁছান।

সাতক্ষীরা প্রেসক্লাবে আসার পর তাদের বরণ করে নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য কাজী শওকত হোসেন ময়না ও আসাদুজ্জামান আসাদ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার কবি পল্টু বাসার।

ভারতীয় নয় সদস্যের এই টিমে দল নেতা হিসেবে ছিলেন চঞ্চল বিশ্বাস। তার সাথে আরো ছিলেন সুদীপ্ত চ্যাটার্জী, দীপক হালদার, কমল কুমার খাঁড়া, স্বপন কুমার দাস, বহ্নিদীপ্ত মন্ডল, অচিন্ত কুমার মন্ডল, বিদ্যুৎ গায়েন ও রতন দাস।

ভারতীয় অতিথিরা জানান, তারা সাতক্ষীরা, যশোর, গোপালগঞ্জ, ঢাকা, বরিশাল, বাগেরহাট ও খুলনার দর্শনীয় জায়গা পরিদর্শন শেষে আগামী ১৯ অক্টোবর আবারো সাতক্ষীরা দিয়ে ভারতে ফিরে যাবেন।

তারা বলেন, ভারতের ৭৫তম স্বাধীনতা ও বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের মেলবন্ধনের মৈত্রী দৃঢ় করার লক্ষ্যে এবং পরিববেশ দূষণ নিয়ন্ত্রণের বার্তা রেখেই এই বাই সাইকেলে ভ্রমণ। বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একই মায়ের দুটি সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। একে অপরের অভিন্ন হৃদয়ের অঙ্গিকার রাখাই এই ভ্রমণের উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ