শিরোনাম:
ফ্রি বা কম খরচে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুযোগ কম খরচে ভিয়েতনাম ভ্রমণ: ভিয়েতনাম টুরিস্ট ভিসার খরচসহ বিস্তারিত তথ্য কানাডায় গেলে ফিরে আসতে না চাওয়ার রহস্য: কানাডার সকল অজানা তথ্য ও সুযোগ-সুবিধা অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট সহ ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করার উপায় ফ্রিতে কিংবা কম খরচে এবার মিলবে এমবিবিএস জার্মানি স্কলারশিপ ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে  বিদেশে ডাক্তারি পড়ার খরচ কত: কোন দেশে কম খরচে ডাক্তারি পড়া যায় বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন অস্ট্রেলিয়ায় কাজের ভিসা: বেতন মাসে ৩ থেকে ৭ লাখ টাকা  ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে

কম খরচে দুবাই ভ্রমণ

কম খরচে দুবাই ভ্রমণ: মাত্র ৩০-৪০ হাজার টাকায় আল খিদমাহ প্যাকেজ কিনুন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
কম খরচে দুবাই ভ্রমণ: মাত্র ৩০-৪০ হাজার টাকায় আকবর ট্রাভেলসের প্যাকেজ কিনুন.jpg

কম খরচে দুবাই ভ্রমণ: মাত্র ৩০-৪০ হাজার টাকায় আল খিদমাহ প্যাকেজ কিনুন

দুবাই মানেই বিলাসিতা, আধুনিকতার স্বর্গরাজ্য! যেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভবন যেন আকাশ ছুঁয়ে ফেলতে চায়। অনেকে মনে করেন দুবাই মানেই লাখ টাকা বাজেট! কিন্তু আদতে কিছু বুদ্ধি আর সঠিক এজেন্সির সহায়তায় স্বল্প বাজেটেও দুবাই ঘুরে আসা সম্ভব।

আজকের এই আর্টিকেলে আলোচনা করবো কীভাবে আল খিদমাহ ও অন্যান্য এজেন্সির সাহায্যে আপনি মাত্র ৩০-৪০ হাজার টাকায় দুবাই ঘুরে আসতে পারেন!

আল খিদমাহ Dubai Fully Loaded with Abu Dhabi প্যাকেজ

কম খরচে দুবাই ভ্রমণ করার ক্ষেত্রে এই প্যাকেজটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় অফার হিসাবে পরিচিত পেয়েছে। অনেকেই এই অফার কিনে এখন অবস্থান করছে আবু দাবিতে। যারা এই অফার নিবেন তারা মূলত দুবাই এবং আবুধাবি দুই শহরই! পাশাপাশি উপভোগ করতে পারবেন বিশেষ সুবিধা যেমন:

  • Shared/Double Occupancy ৪★ হোটেলে থাকা
  • নিরাপদ এয়ারপোর্ট টু হোটেল এবং ট্যুর ট্রান্সফার 
  • দুবাইয়ের জনপ্রিয় সব সিটি ট্যুর
  • ডেজার্ট সাফারি উপভোগ
  • খাবার হিসাবে সবচেয়ে দামি Marina Dhow Cruise উপভোগ
  • Photo Stop থেকে ছবি তোলা

বলে রাখা ভালো এই এজেন্সি মাত্র ৩০-৪০ হাজার টাকায় যে প্যাকেজ সেল করছে সেই প্যাকেজে ফ্লাইট ও ভিসা প্যাকেজ ইনক্লুডেড নয়। তবে অনেক ট্রাভেল এজেন্সি ঐ প্যাকেজের সাথে ভিসা ও ফ্লাইটও এড করে থাকে। আপনি যদি সেইম সুবিধা উপভোগ করতে চান তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন৷

দুবাই সিটি ট্যুর বাংলাদেশি এজেন্সি হিসাবে কেনো আল খিদমাহ? 

এবার আসি দুবাই সিটি ট্যুর বাংলাদেশি এজেন্সি হিসাবে কেন আপনি আল খিদমাহ প্যাকেজ বেছে নেবেন? কারণ এটি:

  • মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত ট্রাভেল ব্র্যান্ড
  • দামের তুলনায় অনেক বেশি সেবা দিচ্ছে
  • আলাদা করে যে সার্ভিস দরকার সেটাই নিতে পারবেন
  • ওয়েবসাইটে বিস্তারিত প্যাকেজ ব্রেকডাউন দেওয়া থাকে

তবে হ্যাঁ! তাদের ওয়েবসাইটে কিন্তু ফ্লাইট ও ভিসা প্যাকেজে দেওয়া থাকে না। আপনি যদি ফ্লাইট ও ভিসা সার্ভিসও প্যাকেজের আন্ডারে নিতে চান তবে অবশ্যই আপনাকে তা নিজ দায়িত্বে যোগ করে নিতে হবে। পাশাপাশি বুকিংয়ের আগে সব সার্ভিস স্পষ্টভাবে জেনে নিতে ভুলবেন না। সস্তা প্যাকেজের নামে Hidden Cost আছে কিনা তাও তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন।

কম খরচে দুবাই ভ্রমণ করার টিপস

  • ব্রুজ খলিফার টিকিট আগে থেকে কিনলে দাম কম পড়বে
  • দুবাইয়ে কিন্তু Uber এর চেয়ে Careem সস্তা
  • কম খরচের জন্য পাবলিক মেট্রো ব্যবহার করতে পারেন
  • Desert Safari তে যাওয়ার সময় পানি আর খাবার সাথে নিয়ে যাবেন 

কেনো আল খিদমাহ প্যাকেজ ট্রাই করবেন? 

এবার আসি কেনো আল খিদমাহ প্যাকেজ আপনার জন্য মাস্ট হ্যাভ সার্ভিস সে ব্যাপারে৷ নির্ভরযোগ্য, বাংলাদেশি বা আন্তর্জাতিক স্বীকৃত এই এজেন্সির সার্ভিসের মাধ্যমে আপনি পাবেন:

  • ২৪/৭ গ্রাহক সার্ভিস
  • কাস্টমাইজড প্যাকেজ
  • ইকোনমি থেকে প্রিমিয়াম সার্ভিস
  • ফ্লেক্সিবল বুকিং সিস্টেম
  • নির্ধারিত সব ডিল
  • ফ্লাইট, হোটেল, ট্যুর, ট্রান্সফার সব একসাথে

ইতি কথা

মনে রাখবেন, কম খরচে দুবাই ভ্রমণের অনেক ওয়ে আছে। তবে এক্ষেত্রে বিপদে পড়ে সব টাকা হারানোরো ভয় থাকে। এক্ষেত্রে ভালো এবং নির্ভরযোগ্য এজেন্সি খুঁজে নেওয়া দরকার৷ পরিকল্পনা ও সঠিক এজেন্সি নির্বাচনই পারে আপনার এই ট্যুরকে সফল করতে। তাই বলবো আল খিদমাহ প্যাকেজ ট্রাই করুন। দেখবেন সবকিছু পানির মতো সহজ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ