দুবাই মানেই বিলাসিতা, আধুনিকতার স্বর্গরাজ্য! যেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভবন যেন আকাশ ছুঁয়ে ফেলতে চায়। অনেকে মনে করেন দুবাই মানেই লাখ টাকা বাজেট! কিন্তু আদতে কিছু বুদ্ধি আর সঠিক এজেন্সির সহায়তায় স্বল্প বাজেটেও দুবাই ঘুরে আসা সম্ভব।
আজকের এই আর্টিকেলে আলোচনা করবো কীভাবে আল খিদমাহ ও অন্যান্য এজেন্সির সাহায্যে আপনি মাত্র ৩০-৪০ হাজার টাকায় দুবাই ঘুরে আসতে পারেন!
কম খরচে দুবাই ভ্রমণ করার ক্ষেত্রে এই প্যাকেজটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় অফার হিসাবে পরিচিত পেয়েছে। অনেকেই এই অফার কিনে এখন অবস্থান করছে আবু দাবিতে। যারা এই অফার নিবেন তারা মূলত দুবাই এবং আবুধাবি দুই শহরই! পাশাপাশি উপভোগ করতে পারবেন বিশেষ সুবিধা যেমন:
বলে রাখা ভালো এই এজেন্সি মাত্র ৩০-৪০ হাজার টাকায় যে প্যাকেজ সেল করছে সেই প্যাকেজে ফ্লাইট ও ভিসা প্যাকেজ ইনক্লুডেড নয়। তবে অনেক ট্রাভেল এজেন্সি ঐ প্যাকেজের সাথে ভিসা ও ফ্লাইটও এড করে থাকে। আপনি যদি সেইম সুবিধা উপভোগ করতে চান তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন৷
এবার আসি দুবাই সিটি ট্যুর বাংলাদেশি এজেন্সি হিসাবে কেন আপনি আল খিদমাহ প্যাকেজ বেছে নেবেন? কারণ এটি:
তবে হ্যাঁ! তাদের ওয়েবসাইটে কিন্তু ফ্লাইট ও ভিসা প্যাকেজে দেওয়া থাকে না। আপনি যদি ফ্লাইট ও ভিসা সার্ভিসও প্যাকেজের আন্ডারে নিতে চান তবে অবশ্যই আপনাকে তা নিজ দায়িত্বে যোগ করে নিতে হবে। পাশাপাশি বুকিংয়ের আগে সব সার্ভিস স্পষ্টভাবে জেনে নিতে ভুলবেন না। সস্তা প্যাকেজের নামে Hidden Cost আছে কিনা তাও তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন।
এবার আসি কেনো আল খিদমাহ প্যাকেজ আপনার জন্য মাস্ট হ্যাভ সার্ভিস সে ব্যাপারে৷ নির্ভরযোগ্য, বাংলাদেশি বা আন্তর্জাতিক স্বীকৃত এই এজেন্সির সার্ভিসের মাধ্যমে আপনি পাবেন:
মনে রাখবেন, কম খরচে দুবাই ভ্রমণের অনেক ওয়ে আছে। তবে এক্ষেত্রে বিপদে পড়ে সব টাকা হারানোরো ভয় থাকে। এক্ষেত্রে ভালো এবং নির্ভরযোগ্য এজেন্সি খুঁজে নেওয়া দরকার৷ পরিকল্পনা ও সঠিক এজেন্সি নির্বাচনই পারে আপনার এই ট্যুরকে সফল করতে। তাই বলবো আল খিদমাহ প্যাকেজ ট্রাই করুন। দেখবেন সবকিছু পানির মতো সহজ হয়ে গেছে।