জার্মানিতে মাস্টার্স করার ইচ্ছা আছে। অথচ খরচ শুনেই ঘুম উড়ে যায়? তাহলে আপনাকে দেওয়ার মতো একটা খবর আছে। DAAD MIDE Scholarships এর মাধ্যমে আপনি পাবেন জার্মানিতে মাস্টার্স করার সুযোগ, তাও আবার টাকাপয়সার চিন্তা ছাড়াই! হ্যাঁ ভাই, ঠিকই পড়ছেন। চলুন আজ আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাকে এই স্কলারশিপ নিয়ে পুরো ধারণা দিয়ে আসা যাক।
DAAD মানে হচ্ছে German Academic Exchange Service, যারা প্রতিবছর বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য দারুণ দারুণ কিছু স্কলারশিপ অফার করে থাকে। এবং MIDE হচ্ছে Master’s in International and Development Economics, যেটা HTW Berlin ভার্সিটিতে এ পড়ানো হয়ে থাকে।
আর এই দুই এর মিক্সিংয়ে আপনার জন্য তৈরি হয়েছে দারুণ এক সুযোগ DAAD MIDE Scholarships। এই স্কলারশিপের মাধ্যমে আপনি জার্মানিতে আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়নবিষয়ক মাস্টার্স করতে পারবেন। ১৭ মাসের পুরাে এই কোর্সটি থাকছে মাত্র একটি স্কলারশিপে!
আপনার মনে প্রশ্ন আসতে পারে এই কোর্সটা করে আমার লাভটা কি? ভাই, এই কোর্স মূলত তৈরি করা হয়েছে তাদের জন্য যারা ডেভেলপড অর্থনীতি ইন্টারন্যাশনাল এফেয়ারস এবং গ্লোবাল ট্রেড ইস্যু নিয়ে কাজ করতে চায়। মানে UN, World Bank, NGO, INGOs, অথবা উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানগুলোতে জব পাওয়ার একরকম চাবিকাঠি বলা যেতে পারে এই কোর্সটাকে।
এই স্কলারশিপ পেলে আপনি জার্মানিতে বিভিন্ন টাইপের সুবিধা পাবেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো €৯৩৪ ইউরো বা প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মাসিক ভাতা হিসেবে। Health + Accident + Personal Liability সহ সবকিছুতে পাবেন বিমা কভারেজ।
ট্রাভেল এলাওয়েন্স, অর্থ্যাৎ আপনার যাওয়ার বিমানভাড়াও জার্মানি বহন করবে। House Rent সহায়তা এবং সম্পূর্ণ Family Allowance। আর এই সুবিধার মাধ্যমে আপনার পরিবারও যদি আপনার সাথে থাকে, তাদের খরচও DAAD বহন করবে।
এই স্কলারশিপ পেতে আপনার বেশকিছু যোগ্যতা থাকা লাগবে। প্রথমত, বাংলাদেশি নাগরিক হতে হবে। Economics, Business, Development Studies, Statistics বা এই টাইপের কোনো সাবজেক্টে বিএসসি ডিগ্রী লাগবে। কমপক্ষে ২ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিডস হলো IELTS কমপ্লিট থাকতে হবে।
জার্মানিতে স্কলারশিপ পেতে হলে আপনার বেশকিছু ক্লিয়ার ডকুমেন্টসের প্রয়োজন হবে। সেগুলো হলো
CV, Motivation Letter, Academic Certificates & Transcripts, English proficiency proof, Experience Certificate এবং passport copy.
জার্মানিতে স্কলারশিপের জন্য আবেদন করতে প্রথমেই HTW Berlin-এর ওয়েবসাইট https://mide.htw-berlin.de এ যান। এরপর Application ফর্ম পূরণ করুন। ডকুমেন্টস স্ক্যান করে PDF বানিয়ে আপলোড করুন। সবশেষে DAAD Scholarship এর জন্য আলাদা Motivation Letter লিখুন যাতে করে তাদের কাছে আপনার গোলস এবং দক্ষতা ক্লিয়ার হয়ে যায়।
DAAD MIDE Scholarships এর মাধ্যমে এই কোর্সটি কমপ্লিট করার পর আপনি চাইলে UN, GIZ, UNDP, World Bank, JICA, BIDS বা দেশের বড় বড় নীতি-প্রণয়নকারী প্রতিষ্ঠানে জব করতে পারেন। বা চান তো PHD করতে পারবেন জার্মানির টপ ইউনিভার্সিটিতে। আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার কোর্স শেষেই চাকরি মিলবে যার মাধ্যমে নিজের ক্যারিয়ার দ্রুতই গ্রো করতে পারবেন।
বাংলাদেশি স্টুডেন্টরা বরাবরই জার্মানিতে স্কলারশিপ নিয়ে পড়ালেখার প্রতি আগ্রহী। তারই সুবাদে বাংলাদেশ থেকে প্রতিবছর অনেকেই DAAD MIDE Scholarship পেয়ে থাকে। আপনি যদি সদিচ্ছা আর একটু সিরিয়াসনেস নিয়ে প্রস্তুতি নেন, তাহলে আপনিও পেতে পারের স্বপ্নের এই স্কলারশিপ। আর বর্তমান যুগে প্রত্যেকেই জানে যে, স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা শেষ করে একটা ব্রাইট ফউচারের দিকে আগানো যায়। আর জার্মানিতে স্কলারশিপের মাধ্যমে আপনার ব্রাইট ফিওচারও নিশ্চিত হতে পারে।
জার্মানিতে স্কলারশিপ নিয়ে পড়া অনেকের স্বপ্ন। আর একটা স্কলারশিপ আপনার জীবন বদলে দিতে পারে। DAAD MIDE হচ্ছে তেমনই এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজের ক্যারিয়ার, দেশ এবং আন্তর্জাতিক সমাজে অবদান রাখতে পারবেন। সেইসাথে থাকবে মাসে হাজার ইউরো ইনকাম করে নিজের স্বপ্ন পূরণের সুযোগও। তাই আর দেরি না করে আজই কাজে লেগে পড়ুন।