শিরোনাম:
ফ্রি বা কম খরচে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুযোগ কম খরচে ভিয়েতনাম ভ্রমণ: ভিয়েতনাম টুরিস্ট ভিসার খরচসহ বিস্তারিত তথ্য কানাডায় গেলে ফিরে আসতে না চাওয়ার রহস্য: কানাডার সকল অজানা তথ্য ও সুযোগ-সুবিধা অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট সহ ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করার উপায় ফ্রিতে কিংবা কম খরচে এবার মিলবে এমবিবিএস জার্মানি স্কলারশিপ ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে  বিদেশে ডাক্তারি পড়ার খরচ কত: কোন দেশে কম খরচে ডাক্তারি পড়া যায় বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন অস্ট্রেলিয়ায় কাজের ভিসা: বেতন মাসে ৩ থেকে ৭ লাখ টাকা  ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে

জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশে প্রধান প্রতিবন্ধকতা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৮ জুন, ২০২৫
জাপানের শ্রমবাজার
জাপানের শ্রমবাজার

জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশে বেশ কিছু প্রধান বাধা রয়েছে।

১. ভাষাগত বাধা (Japanese Language Barrier)

  • জাপানে কাজ করতে গেলে জাপানি ভাষা (Japanese Language Proficiency) জানা বাধ্যতামূলক।

  • বেশিরভাগ ক্ষেত্রেই JLPT N4 বা N3 লেভেলের সার্টিফিকেট চায়।

  • অনেক বাংলাদেশির কাছে এই ভাষাগত দক্ষতা নেই, ফলে তারা বাদ পড়ে।

২. দক্ষতা বা প্রশিক্ষণের ঘাটতি (Lack of Technical Skills)

  • জাপানে শ্রমিক নিতে হয় TITP (Technical Intern Training Program) বা SSW (Specified Skilled Worker) প্রোগ্রামের মাধ্যমে।

  • কিন্তু বাংলাদেশে এই ধরনের প্রশিক্ষণের সুযোগ সীমিত বা প্রচার কম।

  • ফলে অনেকেই সঠিকভাবে প্রস্তুত না হয়েই আবেদন করেন।

৩. সরকারি পর্যায়ের দুর্বল সমন্বয়

  • বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাপানে শ্রমবাজারে প্রবেশের জন্য পর্যাপ্ত উদ্যোগ ও চুক্তি কম

  • অন্য দেশ যেমন ফিলিপাইন, ভিয়েতনাম এসব দেশে সরকারি সহযোগিতা বেশি।

৪. দালাল চক্র ও প্রতারণা

  • অনেক বাংলাদেশি ভুয়া এজেন্সি বা দালালের মাধ্যমে জাপানে যাওয়ার চেষ্টা করেন।

  • এতে তারা প্রতারিত হন এবং জাপান সরকারের চোখে অবিশ্বস্ত দেশের তালিকায় পড়ে।

৫. সংস্কৃতিগত পার্থক্য (Cultural Differences)

  • জাপানের কাজের পরিবেশে নিয়ম-কানুন, সময়ানুবর্তিতা, দলগত কাজ—এসব খুব গুরুত্বপূর্ণ।

  • অনেক বাংলাদেশি এই বিষয়গুলো ঠিকভাবে মানতে না পারায় সমস্যা হয়।

৬. প্রতিযোগিতা (Strong Competition)

  • ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশ জাপানি ভাষায় দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক নিয়মিত পাঠাচ্ছে।

  • বাংলাদেশ এদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে আছে।

বাংলাদেশিদের জন্য জাপানের শ্রমবাজারে প্রবেশে মূল বাধাগুলো হলো:
👉 ভাষা সমস্যা,
👉 দক্ষতার ঘাটতি,
👉 দালালদের প্রতারণা,
👉 সরকারি সমন্বয়ের অভাব এবং
👉 আন্তর্জাতিক প্রতিযোগিতা।

সমাধান:

  • সরকারি পর্যায়ে উদ্যোগ বাড়ানো,

  • জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা,

  • সচেতনতা বৃদ্ধি করা—এগুলো করলে এই বাধাগুলো ধীরে ধীরে কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ