শিরোনাম:
টাকা না থাকলেও কম খরচে যেভাবে ঘুরে আসবেন কক্সবাজার মহরম কত তারিখে ২০২৫ সালে: মহরম মাসের ইতিহাস | ফজিলত | কারবালার শিক্ষা বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন কোন দেশে কানাডা জব ভিসা প্রসেসিং কেমন এবং খরচ কত  বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান: বাংলাদেশের সেরা পর্যটন কেন্দ্র বাংলাদেশে সস্তায় ট্রেন ভ্রমণ করার উপায়: কিভাবে টিকিট কাটবেন এবং কি কি করবেন  মাত্র ৫০-৫৫ হাজার টাকায় ৫ দিনের থাইল্যান্ড ট্যুর প্ল্যান  দেশে ফিরেও কোথাও ঠাঁই মেলেনি প্রবাসী তমিজ উদ্দিনের দেশে রেমিট্যান্স পাঠাবেন যেভাবে: বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স প্রদানকারী দেশসমূহ জার্মানিতে DAAD MIDE Scholarships স্কলারশিপে থাকছে ১ লাখ ১০ হাজার টাকা মাসিক ভাতা 

চীনের দর্শনীয় স্থান

এবার নামমাত্র খরচে চীনের দর্শনীয় স্থানে ঘুরে আসতে পারবেন আপনিও 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
এবার নামমাত্র খরচে চীনের দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন আপনিও.jpg

এবার নামমাত্র খরচে চীনের দর্শনীয় স্থানে ঘুরে আসতে পারবেন আপনিও 

চীন নামের দেশটার কথা শুনলেই আমাদের মাথায় ভেসে উঠে মোবাইল, ইলেকট্রনিক্স, আর নানা ডুপ্লিকেট জিনিসের ছবি। কিন্তু আপনি কি জানেন এই দেশটিতে এমন কিছু দর্শনীয় স্থান আছে যেগুলোতে ঘুরে আসলে আপনি যেমন মেন্টালি রিফ্রেশ হতে পারবেন, পাশাপাশি এমন কিছু আনকমন প্লেসে আপনি ভিজিট করবেন যেগুলো হয়তো আপনার রিলেটিভসদের কাছে স্বপ্ন?

আসুন আমাদের আজকের এই আর্টিকেলটিতে আলোচনা করা যাক চীনের দর্শনীয় স্থান, বাংলাদেশ থেকে চীন যেতে কত সময় লাগে, কত টাকার প্রয়োজন হবে, ইত্যাদি সম্পর্কে। আর সাথে নানা ফ্যাক্ট এবং টুইস্ট তো আছেই।
কম খরচে ঘোরার মতো চীনের দর্শনীয় স্থান
আপনি জেনে অবাক হবেন, বিশাল আয়তনের দেশ চীনে ঘুরে দেখার মতো অগণিত প্লেস আছে। যা আপনার মতো ভ্রমণপিপাসু মানুষকে বেস্ট একটা এক্সপেরিয়েন্স দিবে। চলুন জেনে আসা যাক বিভিন্ন চায়নার দর্শনীয় স্থান সম্পর্কে।

দ্য গ্রেট ওয়াল অফ চায়না 

নাম শুনেই বুঝতে পারছেন যে আমরা দেয়াল সম্পর্কে বলতে যাচ্ছি। অনেকের হয়তো প্রথমে দেয়ালের কথা শুনে খারাপ বা বোর লাগতে পারে। কিন্তু দ্য গ্রেট ওয়াল অফ চায়না হলো একটি স্পেশাল ওয়াল যেটা লম্বায় প্রায় ২১,১৯৬ কি.মি!

ফোর্বিডেন সিটি 

এরপর আসি ফোর্বিডেন সিটির ব্যাপারে৷ চীনের রাজধানী বেইজিং এমন একটা শহর যেখানে এক সময় কেবল রাজা-রানী এবং যাদের নাক উঁচু তারাই ঢুকতে পারত। কিন্তু টেনশন নেই। বর্তমানে টুরিস্ট সহ সকলের জন্য উন্মুক্ত রয়েছে পুরোনো চাইনিজ এই রাজপ্রসাদ!

তিয়ানানমেন স্কয়ার

তিয়ানানমেন স্কয়ার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাবলিক স্কয়ার। যেখানে গিয়ে দাঁড়ালে আপনার নিজের ভেতর একটা অফিশিয়াল গুরুত্বপূর্ণ মানুষ টাইপের ফিলিংস আসবে যা সত্যিই রোমাঞ্চকর।

পাণ্ডা রিসার্চ সেন্টার

চায়নার আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান চেংদুর এই পান্ডা রিসার্চ সেন্টার। পৃথিবীর সবচেয়ে আদুরে প্রাণী পাণ্ডার মূল বাড়ি এটি! এখানে এসে আপনি পান্ডার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবেন এবং নিজ চোখে দেখতে পারবেন পৃথিবীর এই কিউউটেস্ট প্রাণীটিকে।

ঝাংজিয়াজিয়ে ফরেস্ট পার্ক 

এককথায় ঝাংজিয়াজিয়ে ফরেস্ট পার্ককে স্বপ্নের নগরী বলা যায়। এই পার্কে বিখ্যাত সিনেমা Avatar এর নীল পাগাড়সমূহের আদলে আর্টিফিশিয়াল পাহাড় বানানো হয়েছে। যা আপনাকে দেবে এক রোমাঞ্চকর এক্সপেরিয়েন্স।

গুইলিন ও লি নদী

চীনের সুন্দর প্রকৃতির পোস্টার বয় এই দুই গুইলিন ও লি নদী! এই নদী দুটোতে নৌকা ভ্রমণের সময় মনে হবে আপনি ছবির কোনো রাজ্যে হারিয়ে গেছেন। তাছাড়া চীনের দর্শনীয় স্থানের লিস্টে এই দুই নদী টপে আছে!

বাংলাদেশ থেকে চীন যেতে কত সময় লাগে?

যেহেতু চায়না একটি এশিয়ান কান্ট্রি আর বাংলাদেশ থেকে বেশি দূরেও না…তাই টুরিস্ট হিসেবে চায়না যেতে পাবলিককে তেমন একটা বিপাকে পড়তে হয় না।
ঢাকা থেকে চীনের বেইজিং বা গুয়াংজুতে বিমানযোগে ডাইরেক্ট ফ্লাইটে যেতে সময় লাগে ৬-৮ ঘণ্টা। আর যদি ট্রানজিট হয় তবে সেক্ষেত্রে ১০-১৫ ঘণ্টাও লাগতে পারে। এক্ষেত্রে আপনি China Southern Airlines, Biman Bangladesh অথবা ট্রানজিট সহ AirAsia এয়ারলাইন ব্যবহার করতে পারেন।

বাংলাদেশ থেকে চীন যেতে কত টাকা লাগে?

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি চায়না। বাংলাদেশ থেকে টুরিস্ট হিসেবে চায়নায় আপনি খুবই কম খরচে ঘুরে আসতে পারবেন। চলুন জেনে আসা যাক টুরিস্ট হিসেবে চায়না যাওয়ার খরচ সম্পর্কে।

বিমান টিকিটের ক্ষেত্রে ঢাকা টু বেইজিং/গুয়াংজু ডাইরেক্ট ফ্লাইটে ৪৫,০০০ থেকে ৭৫,০০০টাকা পর্যন্ত লাগবে রিটার্নসহ। আর ট্রানজিট সহ খরচ হবে প্রায় ৩৫,০০০ থেকে  ৫৫,০০০ টাকার মতো।

অন্যদিকে হোটেল ভাড়ার ক্ষেত্রে প্রতিদিন প্রায় ২,০০০ থেকে ৫,০০০ টাকা নরমাল হোটেলে, ৫,০০০ থেকে ১০,০০০ টাকা মিডিয়াম হোটেলে এবং ১২,০০০+ টাকা ভিআইপি হোটেলে খরচ হতে পারে।

তাছাড়া খাবারের কথা যদি বলি তাহলে আপনি মাত্র ৩ থেকে ৪শ টাকার মধ্যে ভরপেট স্ট্রিট ফুড খেতে পারবেন। পাশাপাশি রেস্টুরেন্টেও ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে খুব ভালোভাবেই খেতে পারবেন। আর সবচেয় মজার ব্যাপার হলো গুয়াংজুতে একজন বাঙালি বা ফরেইনার হিসেবে আপনি খুব সহজেই হালাল ফুডস কিনতে পারবেন।

এবার আসি যাতায়াতের ব্যাপারে৷ চীনে যাতায়াতের জন্য মেট্রো, বাস, ট্যাক্সি ইত্যাদি এভেইলেবল রয়েছে। তাছাড়া প্রায় সব চাইনীজ দর্শনীয় স্থানের টিকিট ২০০০ টাকার মধ্যে এভেইলেবল আছে।

ইতি কথা

এখন চীন শুধুই পণ্য উৎপাদনের দেশ নয়, এটা এক বিশাল অ্যাডভেঞ্চার জোন! জীবনে একটু ভিন্ন আনন্দের স্বাদ নিতে আজই ঘুরে আসুন চীন থেকে। আশা করি এসব চীনের দর্শনীয় স্থান আপনার মনকে প্রশান্তি দিবে, তাও নামমাত্র খরচে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ