বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি “শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪”-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসা।
এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাদ্রাসাটির ১ম শ্রেণির শিক্ষার্থী বিবি ফাতেমা তানিশা (ট্যালেন্টপুল) এবং সিদরাতুল মুনতাহা (সাধারণ গ্রেড)-এ বৃত্তি পেয়েছে।
তাদের এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলেন, “এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে আরও শিক্ষার্থীরা যাতে ভালো ফল করতে পারে, সে লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবার তাদের সন্তানের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তাদের ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা বাংলাদেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বৃত্তি কার্যক্রম, যেখানে প্রতিবছর দেশব্যাপী অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে।