আপনারা যারা ইতালিতে কাজের জন্য, পড়াশোনার জন্য কিংবা ট্যুরের জন্য যেতে চান তাদের জন্যই আমাদের আজকের এই লেখাটি। যেখানে ইতালি ভিসা খরচ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা এবং গাইডলাইন। সুতরাং কোনো ধরণের ইনফরমেশন মিস না করতে আমাদের সাথেই থাকুন।
ইতালি ভিসার ধরনসমূহ
ইতালি ভিসা খরচ জানার আগে চলুন ইতালি ভিসার ধরনসমূহ সম্পর্কে আলোচনা করা যাক। কারণ ধরণের উপর ডিপেন্ড করে এর খরচ নির্ধারিত হবে। ইতালি, শেনজেন অঞ্চলের সদস্য হওয়ার কারণেই মূলত বিভিন্ন উদ্দেশ্য ও সময়সীমার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের ভিসার ব্যবস্থা করা আছে। তবে দুটি প্রধান ভিসা ক্যাটাগরি রয়েছে। যা আপনার জানা থাকতেই হবে। যেমন:
স্বল্পমেয়াদী ভিসা
এই ভিসাকে কিন্তু শেনজেন ভিসাও বলা হয়। যা টাইপ C ভিসা নামে সবচেয়ে বেশি পরিচিত। এই ভিসাটির সাহায্যে আপনি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন ইতালিতে থাকতে পারবেন৷ ট্যুর, ব্যবসা, আত্মীয়-স্বজনের সাথে দেখা করা বা অল্প সময়ে যেকোনো পড়াশোনার কোর্স করতে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন৷
দীর্ঘমেয়াদী ভিসা
ইতালি ভিসার ধরনসমূহের মধ্যে এই দীর্ঘমেয়াদী ভিসা জাতীয় ভিসা বা টাইপ D ভিসা নামে বেশ পরিচিত। যদি আপনার পরিকল্পনা ৯০ দিনের বেশি হয় তবেই আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। সাধারণত চাকরি, উচ্চশিক্ষা বা লং টাইম বিজনেসের জন্য ইতালি এই ভিসা প্রদান করে থাকে।
বাংলাদেশি টাকায় ইতালি ভিসার খরচ
এবার আসি বাংলাদেশি টাকায় ইতালি ভিসার খরচের ব্যাপারে। ভিসার ধরণ ও সময়সীমার উপর ভিত্তি করেই মূলত এই ভিসা ফি বিভিন্ন ধরণের হয়ে থাকবে।
তবে ইতালির শেনজেন বা স্বল্পমেয়াদী ভিসা ফি হিসাবে আপনাকে গুনতে হবে প্রায় €৮০। যা বাংলাদেশী টাকায় পড়বে প্রায় ৯,২০০ টাকার মতো।
অন্যদিকে আপনি যদি ইতালির দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে প্রায় €১১৬ বা ১৩,৩৪০ টাকা।
এছাড়াও, ভিসা আবেদন কেন্দ্র (VFS Global)-এ সার্ভিস ফি হিসাবে আপনাকে প্রায় €৩৮ (প্রায় ৪,৩৭০ টাকা) পরিশোধ করতে হবে। আর সেভ সাথে ব্যাংক ড্রাফট চার্জ হিসেবে ২৭০ টাকা অতিরিক্ত খরচ করার দরকার পড়তে পারে।
ইতালি ভিসা আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্টেশন
ইতালি ভিসার খরচ সম্পর্কে তো জানলেন। এবার চলুন ইতালি ভিসা আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্টেশন হিসাবে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে সে-সম্পর্কে জানি।
ইতি কথা
আশা করি আজকের এই লেখায় ইতালি ভিসা খরচসহ যাবতীয় সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পেরেছি। এ অনুযায়ী আবেদন করলেই আশা করা যাচ্ছে আপনি আপনার ভিসা খুব দ্রুত পেয়ে যাবেন।
আর হ্যাঁ! ফর্মের জন্য আপনাকে ইতালির ঢাকাস্থ দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর ডকুমেন্টস কালেক্ট করতে হবে দূতাবাস বা VFS Global-এর চেকলিস্ট অনুযায়ী। আশা করি সবকিছু ঠিক থাকলে আপনি ১৫ থেকে ২৫ কার্যদিবসের ভেতরেই ভিসা পেয়ে যাবেন।