শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

বিদেশ যাওয়ার শপিং লিস্ট সম্পর্কে জানতেন কি?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
বিদেশ যাওয়ার শপিং লিস্ট সম্পর্কে জানতেন কি?

বিদেশ যাওয়ার শপিং লিস্ট সম্পর্কে জানতেন কি?

বিদেশে কাজের জন্য যাওয়া মানেই বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলা৷ যার কারণে যাওয়ার আগে খুব সচেতনতার সাথে প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন এই প্রস্তুতির মধ্যে শুধু ভিসা বা টিকিট কেনার বিষয়ই পড়ে না! বরং এর পাশাপাশি ভাষা শেখা, নিযমকানুন জানা আর প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগপ্যাক করাটাও পড়ে। সুতরাং চলুন আজ তারই অংশ হিসাবে বিদেশ যাওয়ার শপিং লিস্ট সম্পর্কে আলোচনা করি। দেখে নিই এই লিষ্টে কি কি থাকা চাই! 

 

১. ডকুমেন্টস এবং আইডেন্টিটি প্রুফ

বিদেশ যাওয়ার শপিং লিস্টে হয়তো সরাসরি এই পয়েন্টটিকে ফেলা যায় না। তবে ব্যাগ গোছানোর সময় এই ডকুমেন্টস এবং আইডেন্টিটি প্রুফের ব্যাপারে পুরোপুরি সচেতন থাকা চাই। বিদেশে কাজের জন্য যাওয়ার আগে সবার প্রথমে প্রয়োজন সঠিক ডকুমেন্টেশন। এক্ষেত্রে যেসব কাগজপত্র নিতেই হবে:

  • বিদেশে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে একটি বৈধ পাসপোর্ট থাকা। আর এক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
  • সেই সাথে থাকতে হবে কাজের ভিসা। এই ভিসা আপনি বিদেশে কাজে যোগ দেওয়ার কিন্তু মাস্ট থাকতে হবে। 
  • এমপ্লয়মেন্ট কনট্র্যাক্ট বা জব অফার লেটারও প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে পড়ে। 
  • পাশাপাশি টিকিট এবং ট্রাভেল ইনস্যুরেন্স পেপার্সও গুছিয়ে নিতে হবে। বিমান টিকিটের কপি এবং ট্রাভেল ইনস্যুরেন্স না থাকলে কিন্তু যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়লে জটিলতা বাড়তে পারে। 
  • এরপর লাগবে মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং একাডেমিক সার্টিফিকেট গুরুত্বপূর্ণ সব কপি। 
  • সবশেষে বলবো প্রয়োজনীয় সব কাগজপত্রের ২ টি করে কপি কিন্তু মাস্ট থাকা চাই। 

 

২. কাপড়-চোপড় 

বিদেশ যাওয়ার শপিং লিস্টের অংশ হিসাবে আপনাকে ভালো কাপড়চোপড়েরও ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ২ ক্যাটাগরির কাপড় নেবেন। প্রথম ক্যাটাগরি হবে কমর্ফোটেবল কাপড় এবং দ্বিতীয় ক্যাটাগরি হবে প্রফেশনাল কাপড়। দেশ, কাজের ধরনের উপর নির্ভর করে স্টাইল বাছাই করতেও ভুলবেন না যেনো। এক্ষেত্রে চেষ্টা করুন: 

  • কমপক্ষে ৩-৪টি স্মার্ট শার্ট এবং প্যান্ট কেনার
  • অনেক সময় অফিস মিটিং বা বিশেষ অনুষ্ঠানে পড়ার জন্য ফর্মাল স্যুট কেনার
  • ভালো মানের ফর্মাল জুতা কিনুন
  • একটি বা দুটি টি-শার্ট, শর্ট, এবং প্যান্ট সঙ্গে নিন
  • ঠান্ডা পড়ে এমন দেশে গেলে প্রয়োজনীয় জ্যাকেট বা সোয়েটার কিনুন 
  • প্রয়োজনে সোক্স, টুপি, গ্লাভসও কিনুন

 

৩. ব্যাগ এবং মালপত্র

বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্যাকিং কিউবস, ব্যাগ, এবং সেগুলির আকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিকে আপনাকে দরকারি সব জিনিস বিদেশে নিতে হবে। অন্যদিকে এয়ারপোর্টেও আপনি কতটুকু জিনিসপত্র নিচ্ছেন তা চেক করা হবে। এক্ষেত্রে ঝামেলা এড়াতে নিচের টিপসগুলি ফলো করতে পারেন: 

 

  • বিদেশে কাজের জন্য ল্যাপটপের প্রয়োজন হতে পারে মনে করলে ভালো মানের ল্যাপটপ কিনে ফেলুন। 

 

  • গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, মেডিকেল সরঞ্জাম, এবং কিছু জরুরি প্রোডাক্ট নিরাপদে রাখতে সাথে অবশ্যই ক্যারি অন ব্যাগ নিন। 

 

  • আপনার কাপড়-চোপড় এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্য মাস্ট ড্রেসিং কেস / ট্রাভেল ব্যাগ রাখুন। 

 

৪. মেডিকেল প্রোডাক্ট 

মেডিকেল প্রোডাক্টের অংশ হিসাবে বেসিক মেডিকেল কিট যেমন প্যারাসিটামল, ব্যান্ডেজ, স্যালাইন, অ্যান্টিসেপ্টিক লোশন, ডায়রিয়ার ঔষধ এগুলির সাথে নেবেন। তাছাড়া আপনার যদি বড় কোনো রোগ থাকে সেক্ষেত্রে নিজের পার্সোনাল মেডিকেল রেকর্ডস ডকুমেন্টস বা রিপোর্টও সাথে রাখবেন। বিদেশে কাজ করার সময় যে কোনো জরুরি চিকিৎসার ব্যয় বহন করতে বিদেশে গিয়েই হেল্থ ইনস্যুরেন্স করিয়ে নেবেন৷ 

 

৫. সিম এবং অন্যান্য 

বিদেশে চলে যাওয়ার পর কিন্তু আপনাকে সে দেশের সিম কিনতে হবে। পাশাপাশি বিদেশে যাওয়ার আগে আপনার মোবাইল ফোন এবং চার্জারের ব্যাপারে প্রস্তুত হয়ে থাকাও জরুরি। যারা অনলাইনে ভারী কাজ করবেন তারা সাথে অবশ্যই ল্যাপটপ কিংবা ট্যাবলেট সাথে নেবেন। 

 

তাছাড়া যদি পারেন বিদেশে যাওয়ার সময় সে দেশের কিছু মুদ্রাও কালেক্ট করে নিন। এক্ষেত্রে বিভিন্ন বোখারের দোকানে কন্টাক্ট করতে পারেন। ইন্টারন্যাশনালি লেনদেনের জন্য আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড নিতে ভুলবেন না। সাথে TransferWise বা Western Union একাউন্ট থাকলে প্লাস পয়েন্ট। আর হাইজিন মেইনটেইন করতে টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু সবসময় এগুলো সাথে রাখুন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ