শিরোনাম:
ফ্রি বা কম খরচে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুযোগ কম খরচে ভিয়েতনাম ভ্রমণ: ভিয়েতনাম টুরিস্ট ভিসার খরচসহ বিস্তারিত তথ্য কানাডায় গেলে ফিরে আসতে না চাওয়ার রহস্য: কানাডার সকল অজানা তথ্য ও সুযোগ-সুবিধা অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট সহ ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করার উপায় ফ্রিতে কিংবা কম খরচে এবার মিলবে এমবিবিএস জার্মানি স্কলারশিপ ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে  বিদেশে ডাক্তারি পড়ার খরচ কত: কোন দেশে কম খরচে ডাক্তারি পড়া যায় বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন অস্ট্রেলিয়ায় কাজের ভিসা: বেতন মাসে ৩ থেকে ৭ লাখ টাকা  ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে

জেনে নিন কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্রে স্কলারশিপের সুবিধা

 

অতিরিক্ত কম্পিটিশন এবং প্রচুর চাহিদার কারণে আজকাল একটা স্কলারশিপ পাওয়াটা যেনো সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই জার্নিটা কতটুকু স্মুথ হবে তা নির্ভর করবে দেশ নির্ধারণের উপর৷ স্কলারশিপ নিয়ে যারা এখনো প্ল্যানিং শুরু করেননি কিংবা কনফিউশনে আছেন তারা জেনে নিন কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় সে-সম্পর্কে। আশা করি কাজে দেবে। 

 

বাংলাদেশ থেকে কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়? 

জাপান

বাংলাদেশ থেকে কিন্তু জাপানে সহজে স্কলারশিপ পাওয়া যায়। দেশটিতে বাংলাদেশীদের জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রাখা হয়েছে। আর এর মধ্যে MEXT বা জাপানি সরকারের স্কলারশিপ হলো সবচেয়ে জনপ্রিয় একটি স্কলারশিপ। এছাড়া, অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব খরচে বিভিন্ন স্কলারশিপের আয়োজন করে থাকে। 

 

জাপানে স্কলারশিপ করার সুবিধা 

  • MEXT স্কলারশিপে টিউশন ফি ফ্রি
  • মাসিক ভাতা এবং বিমানভাড়া দেওয়া হয়
  • উচ্চ শিক্ষার মান নিশ্চিত করা হয়
  • জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেটের চাহিদা আছে
  • নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করলে সুযোগ পাওয়ার চান্স থাকে

 

কানাডা

বাংলাদেশ থেকে কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় এই প্রশ্নের উত্তরে ২য় অপশন হিসাবে বলতে হয় কানাডার কথা। কানাডায় আপনি বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ যেমন Canadian Commonwealth Scholarship Program এবং University-specific scholarships সহ বিভিন্ন স্কলারশিপ পাবেন। 

 

কানাডায় স্কলারশিপের সুবিধা 

  • বিভিন্ন ধরণের স্কলারশিপের সুযোগ আছে
  • কানডায় শিক্ষার মান অনেক ভালো
  • পড়াশোনার পরিবেশ হিসাবে কানাডা সবসময়ই সেরা
  • বিভিন্ন ফ্রি স্কলারশিপেরও সুযোগ আছে
  • অনলাইনে ঘরে বসে আবেদন করার সুযোগ রয়েছে 

 

অস্ট্রেলিয়া

উপরে দু’টো দেশের স্কলারশিপের ধরণ জানার পরও যাদের মন আঁকুপাঁকু করছে এবং এখনো কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন স্কলারশিপ টার্গেট করতে পারেন। অস্ট্রেলিয়া সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছরই বিভিন্ন স্কলারশিপের আয়োজন করে থাকে। তবে এসব স্কলারশিপের মাঝে Australia Awards Scholarships এবং university-specific scholarships বেশ জনপ্রিয়। 

 

অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুবিধা 

  • অস্ট্রেলিয়াতে আপনি বিশ্বের নামীদামী ভার্সিটিগুলি পাবেন
  • বিভিন্ন টেস্টের পরিবেশ পাবেন একটি দেশে
  • দেশটিতে শিক্ষার মান অনেক ভালো
  • অনলাইনে ঘরে বসে আবেদন করার সুযোগ আছে

 

ইউরোপ

ইউরোপের বিভিন্ন দেশ যেমন নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশগুলিতেও স্কলারশিপ পাওয়া খুব সহজ। যদি না আপনি পরিশ্রমী হোন এবং ইংরেজিতে যথেষ্ট সময় দেন। দেশটিতে আপনি চাইলে ফ্রিতেও সুযোগ নিতে পারেন। 

 

ইউরোপে স্কলারশিপের সুবিধা 

  • অনেক ইউরোপীয় দেশে পড়াশোনা ফ্রি
  • ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার সুযোগ যথেষ্ট উন্নত 
  • ঘরে বসে আবেদন করার সুযোগ থাকছে
  • ইংরেজি না জেনেও শর্ত সাপেক্ষে আবেদন করা যাবে

 

মার্কিন যুক্তরাষ্ট্র

যারা ভাবছেন কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় প্রশ্নের উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই যায় না তারা আসলে ভুল ভাবছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বিশ্ববিদ্যালয় এবং সরকারী সংস্থা ইজি কিছু শর্ত জুড়ে দিয়ে তাদের সিলেকশন পর্ব শুরু করে। আপনিও চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারে। এক্ষেত্রে Fulbright Scholarship এবং university-specific scholarships এর মতো স্কলারগুলি বেছে নিতে পারেন। তবে হ্যাঁ এক্ষেত্রে ইংরেজিতে অনেক ভালো হতে হবে। এদিক দিয়ে কোনো ছাড় নেই। 

 

মার্কিন যুক্তরাষ্ট্রে স্কলারশিপের সুবিধা 

  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের শ্রেষ্ঠ 
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার মান যথেষ্ট ভালো
  • অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি ফ্রিতে স্কলারশিপ করতে পারেন
  • বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সহজে ভাতাও পেতে পারেন

 

আশা করি কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় সে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবুও যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে এই আর্টিকেলের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আমরা তার উপর পূর্ন আর্টিকেল নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ