আপনি কি জাপানে ফ্রি-তে পড়াশোনা করতে চান? কোনো খরচ ছাড়াই নিজের পছন্দের সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান? এক্ষেত্রে আমাদের আজকের এই জাপানের বিখ্যাত ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে সাজানো গাইডলাইনটি আপনার জন্য। আশা করি সাথেই থাকবেন।
জাপানের বিখ্যাত ফুল ফ্রি স্কলারশিপের পাশাপাশি সেইম ক্যাটাগরির বেশকিছু স্কলারশিপ রয়েছে। একটিতে হয়তো ফুল ফ্রি স্কলারশিপ পাবেন, আবার অন্যটিতে হয়তো পাবেন হাফ ফ্রি স্কলারশিপ। তবে কোনো না কোনো ক্ষেত্রে এসব স্কলারশিপে প্রচুর টাকা সেভিং করতে পারবেন। আসুন জাপানের বিখ্যাত ফুল ফ্রি স্কলারশিপের প্রকারভেদ সম্পর্কে জানি:
জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় আন্ডার এই MEXT স্কলারশিপের আয়োজন করা হয়ে থাকে। এই MEXT স্কলারশিপের মাধ্যমে আপনি পুরোপুরি ফ্রিতে জাপানে পড়াশোনা করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে। এই স্কলারশিপের বেশকিছু ভালো দিক হলো:
জাপানের বিখ্যাত ফুল ফ্রি স্কলারশিপের আরেকটি ধরণ হলো এই ইউনিভার্সিটি স্পেশাল স্কলারশিপ। এসব স্কলারশিপ সাধারণত ইউনিভার্সিটি কতৃপক্ষ নিজেই আয়োজন করে থাকে। ভার্সিটির নিয়মকানুন অনুযায়ী এসব স্কলারশিপের কভারেজ ভিন্ন হতে পারে। ইউনিভার্সিটি স্পেশাল স্কলারশিপের কিছু বৈশিষ্ট্য হলো:
সবশেষে বলবো জাপানের বেসরকারি স্কলারশিপের কথা। মূলত জাপানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং ফাউন্ডেশন এই ধরণের স্কলারশিপের আয়োজন করে থাকে। আর এসব স্কলারশিপের মাঝে সবচেয়ে জনপ্রিয় ২ টি স্কলারশিপ হলো রোটারি ইয়োনেয়ামা মেমোরিয়াল ফাউন্ডেশন এবং জাপান এডুকেশনাল এক্সচেঞ্জেস অ্যান্ড সার্ভিসেস বা JEES।
জাপানের বিখ্যাত ফুল ফ্রি স্কলারশিপ পেতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে তা নির্ভর করবে স্কলারশিপেন কাইটেরিয়ার উপর। তবে বেশকিছু কমন যোগ্যতার পয়েন্ট আছে যা আপনার থাকতে হবে। যেমন:
১. যারা আবেদন করতে চান তারা MEXT এবং বিশ্ববিদ্যালয়গুলোর অফিসিয়াল ওয়েবসাইটে স্কলারশিপগুলি নিয়ে রিসার্চ করে নিন।
২. প্রয়োজনীয় ডকুমেন্টস কালেক্ট করে নিন। অনেকসময় বেশকিছু ডকুমেন্টস ঠিক করতে বা হাতে পেতে অনেক সময় লেগে যায়। সুতরাং সময় থাকতে এ-ব্যাপারে সবকিছু রেডি করে নিন।
৩. ডকুমেন্টস হিসাবে কালেক্ট করুন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পরীক্ষা সার্টিফিকেট, টেস্টিমুনিয়াল, রিসার্চ এপ্লিকেশন, যেকোনো ভাষার উপর দক্ষতার প্রমাণসরূপ প্রুফ সার্টিফিকেট।
৪. সাধারণত এই ধরণের স্কলারশিপের জন্য জাপানি দূতাবাসের মাধ্যমে বা বিশ্ববিদ্যালয়গুলোর কাছে সরাসরি আবেদন করতে হয়। এক্ষেত্রে অনলাইনে বা সরাসরি আবেদন করুন।
৫. সবশেষে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে স্টুডেন্ট ভিসা কালেক্ট করে নিন।
জাপানে কিন্তু স্কলারশিপের খরচ অনেকটাই কম। যারা কম খরচে বিদেশে পড়াশোনা করতে চান কিংবা যারা জাপানিজ এনিমে ও ড্রামা লাভার তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন। পড়াশোনায় পড়াশোনা হবে, এদিকে আপনার বিভিন্ন কালচারের সাথে পরিচিত হবার সুযোগও হবে। সুতরাং আজ থেকেই রিসার্চ শুরু করে দিন জাপানের বিখ্যাত ফুল ফ্রি স্কলারশিপের উপর। নিয়ম মেনে আবেদন করুন এবং পৌঁছে যান নিজের ড্রিম ডেসটিনেশনে।