যাদের বিভিন্ন কাজে দক্ষিণ কোরিয়ায় টুরিস্ট ভিসায় যাওয়ার প্রয়োজন পড়ে তাদের জন্যে আমাদের আজকের এই লেখাটি। যেখানে থাকছে দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার নিয়ম, গাইডলাইন, টিপস এবং প্রয়োজনী কাগজপত্র। সুতরাং সাথেই থাকুন।
দক্ষিণ কোরিয়ায় টুরিস্ট ভিসার বিভিন্ন ধরণ আছে। এক্ষেত্রে:
সিঙ্গেল ভিসা: এই ধরণের ভিসা আপনাকে দক্ষিণ কোরিয়াতে সাধারণত ১ বার প্রবেশের অনুমতি দেবে। আর যারা সিঙ্গেলভাবে দক্ষিণ কোরিয়ায় যেতে চান তাদের দক্ষিণ কোরিয়ায় টুরিস্ট ভিসা হিসাবে এই সিঙ্গেল ভিসা বেছে নিতে হবে।
মাল্টিপল এন্ট্রি ভিসা: মাল্টিপল এন্ট্রি ভিসা হলো দক্ষিণ কোরিয়ায় টুরিস্ট ভিসার আরো একটি গুরুত্বপূর্ণ এবং বেশ কমন ধরণ৷ যারা দীর্ঘমেয়াদী বা বারবার ভ্রমণের জন্য টুরিস্ট ভিসা খুঁজছেন এবং সাথে অন্য কাউকে সাথে নিতে চাচ্ছেন তারা এই ভিসার আন্ডারে দক্ষিণ কোরিয়া যেতে পারেন৷
দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার নিয়ম হিসেবে ভিসার ধরণ জানার পর আপনাকে জানতে হবে এই ভিসা পাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে। কারণ এসব প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া আপনি কখনোই ভিসা পাওয়ার উদ্দেশ্য আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হলো:
ব্যাস! উপরোক্ত ৫ টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকলেি আপনি দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে আপনাকে আর বাইরে কিংবা কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না। আপনি চাইলে ঘরে বসেই আবেদনপর্ব সেরে ফেলতে পারবেন। তবে যারা অনলাইনে আবেদন করতে চান না তারা সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে আবেদন করতে পারেন।
দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে থাকা ফরমটি পূরণ করলেই হবে। পরবর্তীতে সেই ফরম অনলাইন থেকে পিডিএফ ভার্সনে ডাউনলোড করে তা প্রিন্ট করাবেন।
সেই প্রিন্টেড ফরমটির সাথে কিছুক্ষণ আগেই আলোচনা করা ডকুমেন্টস এড করে সরাসরি চলে যাবেন বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস বা কনস্যুলেটে। বাকি কাজটা তারাই করবে।
দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা আবেদন ফি আপনি কতদিন থাকবেন, কেমন ভিসা চান এসবের উপর নির্ভর করবে। অর্থ্যাৎ ভিসার ধরণ অনুযায়ী পরিবর্তিত হতে পারে এই আবেদন ফি। তবে সিঙ্গেল টুরিস্ট ভিসার চাইতে মাল্টিপল এন্ট্রি ভিসার ফি কিছুটা বেশি।
এবার আসি দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা হাতে পেতে কতদিন লাগে সে ব্যাপারে। মূলত ভিসা আবেদন জমা দেওয়ার পর আপনার সাধারণত ৭-১৫ দিন সময় অপেক্ষা করতে হতে পারে।
যদি পাসপোর্টে কোনো সমস্যা থাকে কিংবা আবেদনে যদি কোনো ভুল পাওয়া যায় অথবা দেশের পরিস্থিতিতে যদি কোনো ব্যাতিক্রম আসে সেক্ষেত্রে আপনাকে হয়তো আরো বেশি সময় অপেক্ষা করবার প্রয়োজন পড়তে পারে। সুতরাং সবকিছু বিবেচনা করা একটু আগেভাগেই আবেদন করে রাখা শ্রেয়।
দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা হাতে পাওয়ার পর কতৃপক্ষ আপনার পাসপোর্টে স্টিকার বা ভিসা সীল লাগিয়ে দেবে। আর স্টিকার লাগানো এই ভিসা ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ের জন্য দক্ষিণ কোরিয়ায় ভ্রমণ করতে পারবেন।