আপনি কি ৫৭ লক্ষ টাকার স্কলারশিপসহ লন্ডনে স্কলারশিপ করতে চান? যদি চান সেক্ষেত্রে বেছে নিতে পারেন ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন।
এই ইউনিভার্সিটিটি স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ৫৭ লক্ষ টাকার স্কলারশিপ বা শিক্ষা বৃত্তি। পাশাপাশি রয়েছে পড়াশোনার করার উদ্দেশ্য ফ্রি আবাসন সুবিধা।
ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন থেকে যারা এই স্কলারশিপটি পেতে চান তারা জেনে রাখুন ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন শিক্ষা বৃত্তি পাওয়ার যোগ্যতাগুলি কি কি সে-সম্পর্কে:
১. আবেদনকারীদের অবশ্যই ২০২৪/২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অফ আর্টস কলেজ বা সমসাময়িক ইনস্টিটিউটগুলির একটিতে ফুল-টাইম শেখানো মাস্টার্স কোর্সে আবেদন করতে হবে।
২. শিক্ষার্থী যদি একই শিক্ষাবর্ষে মাস্টার্সে আবেদন করতে নাও পারে, সেক্ষেত্রে আবেদন করা থাকতে হবে গ্র্যাড ডিপ, এম আরচ, এমএফএ, এমবিএ, এমআরএস, বা এমএসসি কোর্সে।
৩. অবশ্যই শিক্ষার্থীকে লন্ডনে গিয়ে সরাসরি ইউনিভার্সিটিতে উপস্থিত থেকে কোর্সটি করতে হবে।
৪. আবেদনকারীরা যারা ইতিমধ্যেই যুক্তরাজ্য বা বিদেশ থেকে স্নাতকোত্তর কমপ্লিট করছে বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা অবস্থায় আছে তারা এই ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
৫. কানাডা, চীন, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং EU/EEA সদস্য রাষ্ট্রের মতো উন্নত দেশগুলি বাদে যেকোনো অনুন্নত, উন্নয়নশীল দেশের শিক্ষার্থী এই কোর্সটির জন্য আবেদন করতে পারবে।
৬. আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় ২৮ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তারা এই মাস্টার্স কোর্সটির জন্য আবেদন করতে পারবে না।
ডকুমেন্টস হিসাবে ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন শিক্ষা বৃত্তি পেতে লাগবে:
ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন শিক্ষা বৃত্তিটি মাস্টার্স কোর্সের আন্ডারে পেতে হলে নিচের স্টেপগুলি ফলো করে এক্ষুনি আবেদন করুন:
মনে রাখবেন ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডনের এই মোটা অংকের শিক্ষা বৃত্তিটি কে পাবে এবং কে পাবে না তা নির্ধারণ করে থাকে ভার্সিটি কতৃপক্ষ শিক্ষার্থীদের আবেদনপত্র ঘাঁটাঘাঁটির মাধ্যমে। সুতরাং আবেদনে কোনো ধরণের ভুল তথ্য না দেওয়ার চেষ্টা করবেন।
তাছাড়া এই ভার্সিটিটি বিভিন্ন সময়ে অনেক ধরণের স্কলারশিপ, বার্সারি এবং পুরষ্কার অফার করে থাকে। ভার্সিটির অফিসিয়াল ওয়েব পোর্টালে গেলে এসব নিয়ে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন আশা করি।