শিরোনাম:
ফ্রি বা কম খরচে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুযোগ কম খরচে ভিয়েতনাম ভ্রমণ: ভিয়েতনাম টুরিস্ট ভিসার খরচসহ বিস্তারিত তথ্য কানাডায় গেলে ফিরে আসতে না চাওয়ার রহস্য: কানাডার সকল অজানা তথ্য ও সুযোগ-সুবিধা অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট সহ ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করার উপায় ফ্রিতে কিংবা কম খরচে এবার মিলবে এমবিবিএস জার্মানি স্কলারশিপ ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে  বিদেশে ডাক্তারি পড়ার খরচ কত: কোন দেশে কম খরচে ডাক্তারি পড়া যায় বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন অস্ট্রেলিয়ায় কাজের ভিসা: বেতন মাসে ৩ থেকে ৭ লাখ টাকা  ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে

ট্রুডো সরকার কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়ার জন্য ঘোষণা করলেন।

কানাডা দিলো সুখবর: কানাডায় কেয়ার গিভার ভিসায় আসার সুযোগ তৈরি হল।

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
কানাডায় কেয়ার গিভার ভিসা
কানাডায় কেয়ার গিভার ভিসা

কানাডিয়ান কেয়ারগিভার ভিসা হল বিদেশী নাগরিকদের জন্য কানাডায় আইনিভাবে কাজ করার এবং গুরুত্বপূর্ণ যত্ন নেওয়ার দায়িত্ব পালন করার জন্য একটি পথ। এটি কানাডিয়ান সমাজে অবদান রাখার এবং নিজেদের এবং তাদের পরিবারের জন্য একটি ভাল ভবিষ্যত গড়ে তোলার জন্য সঠিক যোগ্যতা এবং দক্ষতার অধিকারী ব্যক্তিদের জন্য একটি সুযোগ দেয়।
আমি অনেক দিন ধরে কানাডায় আসার এই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। কিন্তু এই প্রোগ্রামটা সব সময় একটিভ থাকত না। তাই আর কিছু লেখা হয় নি।
যাক ব্যাপারটা হলো যে, গতকাল জুন ৩ সোমবারে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার Mark Miller কানাডার রাজধানী অটোয়ায় এক সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে,”কানাডার ফেডারেল সরকার দুইটা নিউ pathways এর ঘোষণা দিয়েছেন। যে সিস্টেমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে caregiver দের কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়া হবে।”
এই দুটো pathways হলো:
1. The home child care pilot
2. The home support worker pilot.
মোট কথা আগে এই ভিসাটা ছিল কিন্তু তেমনভাবে সক্রিয় ছিল না বললেই চলে। তাছাড়া caregiver দের PR পেতেও একটু দেরি হতো।
সরকার এই সিস্টেমের ওপরে জোর দিয়েছেন। কাজেই carehiverরা আবেদন করে কানাডায় আসতে পারবে ও পরে তারা PR ( permanent resistance ) পাবে সহজে এই pathway এর মাধ্যমে।
এই সিস্টেমের ওপর আগে যেসব নিয়মকানুন ছিল সেগুলোও কিছুটা সহজ করার ঘোষণা দিয়েছেন সরকার। যেমন, আগে এই ভিসায় আসতে IELTS লাগত মিনিমাম 5। নতুন ঘোষণায় বলা হয়েছে এখন 4 হলেও চলবে। তাছাড়া এডুকেশনের requirementsও চেঞ্জ করে সহজ করা হবে। তবে সেটা হবে 2025 সালের মধ্যে।

এখন বলে নিই কেয়ারগিভার ভিসাটা কী?

The home support worker pilot এর অধীনে ফরেনাররা কানাডায় আসতে পারবে ওয়ার্ক পারমিট নিয়ে।
তাদের কাজ হবে বাচ্চাদের দেখাশোনা করা অথবা সিনিয়র বা অসুস্থ মানুষের দেখাশোনা করা।
দুই বছরের ওয়ার্ক পারমিটে তারা এসব কাজ করতে পারবে। তারপর সোজাসুজি PR এর জন্য আবেদন করলে PR পেয়ে যাবে। তখন আর কেয়ারগিভারের কাজ করা লাগবে না। PR পাওয়ার পর ঐ ক্যান্ডিডেট যা খুশি তাই করতে পারবে। পড়াশোনা করতে পারবে। ভালো চাকরি করতে পারবে। সবচেয়ে বড়ো কথা কেয়ারগিভার সঙ্গে করে তার পুরো পরিবার আনতে পারবে। মানে spouse, children.
যেসব যোগ্যতা লাগবে:
1. এডুকেশন : বলা হয়েছে কানাডার টুয়েলভ গ্রেড বা ব্যাকহোমের এর সমতুল্য এডুকেশন লাগবে। credential assessment করতে হবে।
2. ব্যাকহোমে কেয়ারগিভারের ওপর এক বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে হবে।
3. IELTS. আগে পয়েন্টস 5 দরকার হতো। সেটা কমে 4 করা হবে।

আবেদন করার মাধ্যমটা কী?

আপনাদের কেউ যদি পরিচিত কানাডায় থাকে যাদের বাচ্চাদের বা অসুস্থ কাউকে দেখাশোনা করার জন্য তারা জব অফার দিতে পারবে।
যে জব অফার দেবে তাকে আবার নিজের কেয়ারগিভার নিয়োগের শর্ত মিট করতে হবে। তবে সে আবেদন করতে পারবে।
তাছাড়া কানাডার বিভিন্ন জব সার্স ওয়েবসাইটে কেয়ারগিভার নেওয়ার বিজ্ঞাপন থাকে। সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। তবে পরিচিত কেউ থাকলে ভালো হয়।
কেয়ারগিভার চাকরি করার সময় employer মানে যে আপনাকে নিয়োগ দেবে সে আপনাকে বেতন দেবে। আপনার spouse ওপেন ওয়ার্ক পারমিট পাবে। মানে spouse কাজ করতে পারবে যে কোনো employer এর অধিনে। বাচ্চারা পাবলিক স্কুলে পড়তে পারবে ফ্রি।
দুই বছর কাজ করা পর PR এর আবেদন করলে পরিবারের সবাই স্থায়ী বাসিন্দা হতে পারবে।
এই সিস্টেমকে ট্রুডো সরকার গুরুত্বের সঙ্গে দেখছেন ও কেয়ারগিভারদের পার্মানেন্ট রেসিডেন্ট করার ঘোষণা দিয়েছেন।
সংগ্রহে    টরন্টো স্টার
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ