কানাডায় কাজ করতে চান: জানুন কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার সহজ পদ্ধতি 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
Bridging-Open-Work-Permit-In-Canada
Bridging-Open-Work-Permit-In-Canada

 

যারা কানাডায় জব করে বেশ ভালো এবং মানসম্মত একটা লাইফস্টাইল নিশ্চিত করতে চান তারা কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট প্রোগ্রাম নিয়ে ভাবতে পারেন। 

 

এই সময়ে এসে দেশ হিসাবে কাজ করার জন্যে কানাডার মতো উপযুক্ত দেশ আর কোনোটাই হতে পারে না৷ চলুন তবে আজ এই কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট ভিসা প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। 

 

কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট পরিচিতি

কানাডায় যদি আপনার একটি ওপেন ওয়ার্ক পারমিট থাকে তাহলে এই ডকুমেন্টসের সাহায্যে আপনি কানাডায় যেকোনো জব করার সুযোগ পাবেন। 

 

মোটকথা কানাডা জুড়ে যেকোনো নিয়োগকর্তার হয়ে কাজ করার ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে এই কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট ডকুমেন্টস। 

 

কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিটের ধরণ

কানাডায় জব করতে চাইলে যারা কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট ডকুমেন্টসের প্রয়োজনবোধ করছেন তারা মূলত বিশেষ কিছু প্রসেসিংয়ের সাহায্যে এই ডকুমেন্টস সংগ্রহ করে নিতে পারবেন। 

 

এক্ষেত্রে জানতে হবে কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিটের ধরণ। বর্তমানে কানাডা সরকার ২ ধরণের কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিটের অপশন রেখেছে। এগুলি হলো: 

 

অনিয়ন্ত্রিত কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট

এই ধরণের ওয়ার্ক পারমিট আপনাকে কানাডায় যেকোনো ধরণের কাজ বা জব করার সুযোগ করে দেবে। এক্ষেত্রে এসব জবের ধরণ যেকোনো ক্যাটাগরিরই হতে পারে। 

 

নিয়ন্ত্রিত কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট

অন্যদিকে নির্দিষ্ট পেশা বা অবস্থানে কাজ করতে প্রয়োজন পড়বে এই নিয়ন্ত্রিত কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিটের। বলে রাখা ভালো এই ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই কানাডার একটি নির্দিষ্ট প্রদেশে বসবাস করতে হবে। 

 

কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্যতা 

আপনি কানাডার ইমিগ্রেশন আইনের অধীনে যোগ্য হলেই কেবলমাত্র এই কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। চলুন তবে এক নজরে কানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্যতাগুলি জেনে নিই: 

  • কানাডায় ইতিমধ্যেই যে অফিসারের অধীনে কাজ করছেন তাকে সন্তুষ্ট করুন
  • কানাডার প্রতিটি সরকারি আইন মেনে চলুন 
  • দেশটিতে বসবাস করাকালীন সময়ে যেকোনো অপরাধমূলক কার্যকলাপ থেকে ১০০ হাত দূরে থাকুন
  • সুস্থ থাকুন এবং প্রয়োজনে রিসেন্ট মেডিকেল রিপোর্ট জোগাড় করুন

 

সেই সাথে এই ওয়ার্ক পারমিট পেতে যেসব বিষয় মাথায় রাখতে পারেন সেসব বিষয় হলো: 

 

  • কর্মসংস্থানের ধরন
  • আপনি যে নিয়োগকর্তার জন্য কাজ করছেন তার পরিচয় 
  • আপনি যেখানে কাজ করছেন সেখানকার পরিবেশ
  • আপনি কতক্ষণ কাজ চালিয়ে যেতে পারছেন তার নির্দিষ্ট হিসেব
  • কানাডায় উক্ত কাজের সময় বা সময়কাল

 

মনে রাখবেন

কানাডার নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট অফিসার কিন্তু এই ওয়ার্ক পারমিট দেওয়ার সময় শর্ত আরোপ, পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা রাখেন। আর হ্যাঁ…কানাডায় কাজ করতে হলে ওয়ার্ক পারমিটের পাশাপাশি  একটি TRV বা একটি eTA ডকুমেন্টসও রাখতে হয়। 

 

বলে রাখা ভালো এই TRV হলো এমন একটি ডকুমেন্টস যা পাসপোর্টের সাথে এটাচ করা থাকে। অন্যদিকে eTA হলো একটি ইলেক্ট্রনিক ডকুমেন্টস… যা থাকে লিংক আকারে! 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ