উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত সংযুক্ত আরব আমিরাত বর্তমানে অনেক প্রবাসীরই পছন্দের অপশন। আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন…এই ৭ টি আমিরাতে বাংলাদেশী অনেক ভাইবোনেরা বর্তমানে প্রবাসী হিসাবে কাজ করছে।
চলুন তবে আজ এই আরব আমিরাত ভিসা আপডেট ২০২৪ নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তি-চালিত বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। ফলে গড়ে উঠেছে এই ধরণের চাকরির বাজার। যার চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং স্থানটির বিভিন্ন ব্যবসায়ী।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই। সুতরাং আপনি চাইলেই আরব আমিরাতের ভিসা নিয়ে দেশটিতে কাজ করে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন।
বিশেষ করে যাদের এআই এবং সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা অনেক ভালো সুযোগ পাবেন আরব আমিরাতে। পাশাপাশি ভবিষ্যতে আরব আমিরাতের ভাষা প্রশিক্ষকের চাহিদাও বাড়বে বলে জানিয়েছে কতৃপক্ষ।
বাংলাদেশের প্রায় ৯% প্রবাসী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন। এই সংখ্যা দিনকে দিন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ দুবাইসহ আমিরাতের বিভিন্ন স্থানের ভিসার দাম তুলনামূলকভাবে অনেক কম।
আপনি যদি দুবাই যেতে চান সেক্ষেত্রে আপনাকে ২০ থেকে ২৫ হাজার টাকার মতো খরচ করতে হবে। আর প্রসেসিংসহ পুরো বিষয়টাতে খরচ পড়বে ৩ লক্ষ ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত৷
এর কম বা বেশি খরচ কখনোই আসবে না বলে ধারণা করা যাচ্ছে। মোটকথা সর্বোচ্চ প্রায় ৯-১০ লক্ষ টাকার মতো সেভিংস থাকলেও আপনি কিনে নিতে পারবেন সংযুক্ত আরব আমিরাত ভিসা।
এবার আসি সংযুক্ত আরব আমিরাত ভিসায় বেতনের ব্যাপারে। যারা আরব আমিরাতে গ্রিন ভিসায় বসবাস করে কাজ করতে চান তারা বেতন হিসেবে পাবেন ১৫ হাজার দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে চার লাখ ৪৫ হাজার টাকা।
উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসী, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং ভালো রেজাল্ট অর্জনকারী শিক্ষার্থীরা মূলত এই গ্রিন ভিসার আন্ডারে আরব আমিরাতে কাজ করার সুযোগ পাবেন।
এছাড়াও যারা ভালো ইলেকটিশিয়ানের কাজ জানেন তারা ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ইজিলি আরব আমিরাত থেকে ইনকাম করতে পারবেন।
অন্যদিকে আরব আমিরাতে হোটেল বয়ের কাজ করে অনেকেই মান্থলি আয় করছে ৭০/৮০ হাজার টাকা। আরব আমিরাতে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে কনস্ট্রাকশনের কাজ। যেই কাজে ৩০ দিন টানা পরিশ্রম করতে পারলে ইজিলি ৯০ হাজার উপরে ইনকাম জেনারেট করতে পারবেন।