বিদেশে চাকরি পাওয়ার ওয়েবসাইট: বিদেশে কোন কাজের চাহিদা বেশি 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৬ মার্চ, ২০২৪
বিদেশে কোন কাজের চাহিদা বেশি 
বিদেশে কোন কাজের চাহিদা বেশি 

 

দেশের টাকায় কোনোভাবেই চলছে না! প্রয়োজন বাইরের কোনো ভালো চাকরি। অভিজ্ঞতা এবং শিক্ষা যেখানে সবচেয়ে বড় বাঁধা হয়ে উঠবে না। 

 

তবে আগ্রহ থাকলেও এসব চাকরি পাওয়ার উপায় কি? কিভাবে অনলাইনেই বিদেশে চাকরি খোঁজার মিশন চালানো যাবে? বিদেশে চাকরি খোঁজার ভালো কোনো ওয়েবসাইট লিংক লিস্ট আছে কি? 

 

সব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের এই আর্টিকেলে। সুতরাং আমাদের সাথেই থাকুন। 

 

বিদেশে চাকরি খোঁজার ভালো ওয়েবসাইট 

ঘরে বসেই এই ডিজিটাল যুগে আপনি বিদেশের চাকরি খুঁজে নিতে পারেন। পাশাপাশি এই ধরণের বেশকিছু ওয়েবসাইট আপনাকে দ্রুত চাকরি পাওয়ার, চাকরিক্ষেত্রে ভালো করার টিপসও শেয়ার করবে। চলুন তবে আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করি। 

 

১. ইজি এক্সপাট

এখানে আপনি একইসাথে চাকরি এবং বিদেশ ভ্রমণ ও বিদেশে চাকরি টিকিয়ে রাখার বিভিন্ন গাইডলাইনও পেয়ে যাবেন। এই ফোরামটি ব্যবহার করে ইতিমধ্যেই অনেক প্রবাসী বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেয়। 

 

ফোরাম থেকে ভিসা, ছুটি সম্পর্কে ধারণা, কোন কোন কোম্পানিতে লোক নিচ্ছে, অবসর কিভাবে গ্রহণ করবেন সবকিছুই ফ্রিতে জেনে নিতে পারবেন। 

 

পাশাপাশি ক্লাসিফাইড নামের বিভাগটিতে পেয়ে যাবেন অ্যাপার্টমেন্ট, বেবিসিটার, রুমমেটসহ অন্যান্য বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য। 

 

ইজি এক্সপাট ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন

 

২. গো ওভারসেস

বিদেশে চাকরি পাওয়ার আরো একটি মাথানষ্ট ওয়েবসাইট হলো এই Go Overseas সাইট। স্কলারশিপ, বিভিন্ন ইন্টার্রনশিপের কাজ, বিদেশে জব এবং অনলাইন কাজের ভালো জবপোস্টগুলি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। 

 

তাদের নিউজলেটারে যদি সাইন আপ করে নেন সেক্ষেত্রে সরাসরি ইমেইলেই নিয়মিত চাকরি সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন এবং তাও ঘরে বসেই সম্ভব। 

 

গো ওভারসেস ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন 

 

৩. ওভারসিজ জব 

বিদেশে জব খুঁজতে এই ওয়েবসাইটটিকেও ব্যবহার করতে পারেন। হোম পেজে সার্চ বারে চাকরির শিরোনাম বা কীওয়ার্ড লিখে সার্চ করলেই তারা আপনাকে বিভিন্ন জব সম্পর্কিত তথ্য দিয়ে দেবে। 

 

পাশাপাশি সাইটটির জব সিকার রিসোর্স পেইজে পেয়ে যাবেন সিভি কিভাবে লিখতে হয়, প্রথম চাকরি কিভাবে পেতে হয়, চাকরি পাওয়ার পর করণীয়সহ ইত্যাদি তথ্য। 

 

ওভারসিজ ওয়েবসাইটটি খুঁজে পেতে ক্লিক করুন এখানে 

 

৪. ইনডিড ওয়ার্ল্ডওয়াইড 

ইনডিড ওয়ার্ল্ডওয়াইড হলো জনপ্রিয় চাকরি খোঁজার প্ল্যাটফর্ম। যা থেকে আপনি বিদেশে কোন কোন জবের অফার চলছে সে-সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। 

 

একটি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করে আপনাকে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। সাইটটিতে আপনি ৬৩ টি দেশের বিভিন্ন জব নিয়োগের সার্কুলার পেয়ে যাবেন। 

 

ইনডিড ওয়ার্ল্ডওয়াইড ওয়েবসাইট থেকে বিদেশের পছন্দের চাকরিটি পেতে এখানে ক্লিক করুন

 

৫. সিইও ওয়ার্ল্ডওয়াইড 

বিশ্বজুড়ে এক্সিকিউটিভ লেভেলের বিভিন্ন জবের সন্ধান পাবেন এই ওয়েবসাইটটিতে। সাইটটির জব অফার পেইজে গেলেই পছন্দের জবটি সার্চ করে আবেদন করে নিতে পারবেন সহজে। 

 

বলে রাখা ভালো যারা একসাথে অনেক বেশি জব অফার সার্চ করার কথা ভাবছেন তারা সাইটির iCEO পরীক্ষা অংশ নিয়ে ফিচারটির আনলক করতে পারেন। 

 

সিইও ওয়ার্ল্ডওয়াইড ওয়েবসাইট ভিজিট করতে ক্লিক করুন এখানে 

 

বিদেশে কোন কাজের চাহিদা বেশি?

বিদেশে চাকরি পাওয়ার ওয়েবসাইট সম্পর্কে তো বিস্তারিত জানলেন। এবারে চলুন নিজেকে প্রস্তুত করে নিতে জেনে নিই বিদেশে কোন কাজের চাহিদা বেশি সে-সম্পর্কে। 

 

ড্রাইভিং: সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ড্রাইভিং কাজের চাহিদা বেড়ে চলেছে। অন্যের আন্ডারে কিংবা নিজে গাড়ি কিনে বাইরে দেশে আপনিও এই সার্ভিস দিতে পারেন। 

 

ইলেকট্রনিকসের কাজ: আপনি কি হাতের কাজ মানে ইলেক্ট্রনিকসের কাজ ভালো পারেন? যদি পারেন সেক্ষেত্রে নিজের দক্ষতাকে আরেকটু ঝালিয়ে নিয়ে বাইরের দেশের জবের জন্যে আবেদন করতে পারেন। 

 

ওয়েল্ডিং: বিশ্বের উন্নত দেশগুলি বর্তমানে নতুন করে সেজে উঠছে। ফলে প্রয়োজন পড়ছে ভালো ওয়েল্ডিং মিস্ত্রির। কাজ ভালো জানলে এই সেক্টরেও কাজের কোনো অভাব হবে না। 

 

ওয়েটার: রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন রেস্তোরাঁতে আজকাল ওয়েটারদের চাহিদা ভালোই চলে। তবে এক্ষেত্রে ভাষাশিক্ষাকে অনেকটা গুরুত্বসহকারে নেওয়া হয়। সুতরাং ভাষা জানলে এই সেক্টরেও আবেদনের ভালো সুযোগ রয়েছে। 

 

অটো মোবাইলিং: মোবাইল সম্পর্কে ভালো ধারণা আছে? যদি থাকে এবং মোবাইলের উপর কোর্স করা থাকে তাহলে বিদেশের বিভিন্ন মোবাইল রিপেয়ারিং শপে জব নিতে পারেন। কিংবা নিজেই একটি শপ করে ভালো পরিমাণের অর্থ আর্ন করতে পারেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ