Singapore International Graduate Award 2025 সম্পর্কে বিস্তারিত জানুন বাংলায়
আপনি কি সিঙ্গাপুরে স্কলারশিপ করতে চান? তাও ফ্রিতে? সেই সাথে কি মান্থলি ভালো এমাউন্টের উপবৃত্তিও পেতে চান? উত্তর যদি “হ্যাঁ” হয় তবে আমাদের আজকের এই লেখাটি আপনার জন্যই। সাথেই থাকুন এবং জানতে থাকুন সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড সম্পর্কিত সকল তথ্য।
Singapore International Graduate Award হলো একটি মেধা-ভিত্তিক স্কলারশিপ সিস্টেম। যারা আগে সিঙ্গাপুরে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাননি কেবল তাদের জন্যেই এই সিস্টেমটি চালু করা হয়েছে সিঙ্গাপুরে।
যার কারণে বর্তমানে বিদেশে পিএইচডি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হিসাবে বিবেচিত হচ্ছে। আপনিও যদি এই সুযোগকে কাজে লাগাতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন।
২০২৫ সালে যারা সিঙ্গাপুরে পিএইচডি করতে চাচ্ছেন তারা এই Singapore International Graduate Award সিস্টেমের জন্য আবেদন করতে পারেন। তবে তার পূর্বে নিম্নোক্ত যোগ্যতাগুলি আপনার মাঝে আছে কিনা তা নিশ্চিত করতে হবে:
জানলে খুশি হবেন এই সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডের সম্পূর্ণ খরচ বহন করবে সিঙ্গাপুর। সুতরাং পিএচডি করতে গিয়ে আপনাকে কোনো অর্থই ব্যয় করতে হবে না।
চলুন তবে ফ্রিতে ডিগ্রি লাভের সুযোগের পাশাপাশি এই সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডে আপনি কি কি সুযোগ-সুবিধা পাবেন সে-সম্পর্কে জেনে নিই:
সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডে যোগ দিতে লাগবে একটি বৈধ পাসপোর্ট, আপনার একটি রিসেন্ট পাসপোর্ট আকারের ছবি এবং এই ছবি আবেদনের সময় .jpeg বা .png ফর্ম্যাটে দিতে হবে, সমস্ত ডকুমেন্টস কপি যেনো ইংরেজিতে হয় তা নিশ্চিত করতে হবে, প্রয়োজন পড়বে ব্যাচেলর এবং মাস্টারের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ থেকে প্রাপ্ত প্রশংসাপত্র দিতে হবে এবং সেই সাথে দিতে হবে একটি রেফারেন্স কপি।
আর যারা অনলাইনের বিভিন্ন ভাষাগত প্রোগ্রামে বিশেষ করে GRE/TOEFL/IELTS/SAT I & II/GATE অংশ নিয়েছেন তারা এসব প্রোগ্রামের রেজাল্ট রিলেটেড ডকুমেন্টস শো করতে পারেন৷
সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে:
সময়সীমার কমপক্ষে দুই সপ্তাহ আগে আবেদন করতে ভুলবেন না কিন্তু। পাশাপাশি তারা মেইল পাঠানোর পর যে লেটারটি পাঠাবে সেটি পূরণ করে নেবেন এবং আবারও ফিল আপ করা লেটারটি তাদের কাছে পাঠিয়ে দেবেন।
মনে রাখবেন সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডে আবেদনের শেষ সময় ২০২৪ সালে ১ জুন। তার আগেই প্রিপারেশন নিয়ে আবেদন করতে হবে।
আর হ্যাঁ! এই সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডের মেইন প্রোগ্রামগুলি শুরু হবে ২০২৫ সাল থেকে। এরই মাঝে কতৃপক্ষ ভর্তির সকল সিস্টেমিক বিষয়াদি নিশ্চিত করে নেবে।