পরিবার এবং বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে যারা বিদেশ পছন্দ করেন তারা সৌদি আরবকে বেছে নিতে পারেন। কারণ সৌদি আরবে আপনি এমন সব দর্শনীয় স্থান পাবেন যেসব স্থানের ভ্রমণ খরচ খুব কম, আবার সৌন্দর্যের দিক দিয়ে এসব স্থানকে ১০০ তে দেওয়া যায় ১০০। চলুন বিস্তারিত জানি।
সৌদি আরবের দর্শনীয় স্থানের মাঝে শুরুতে বলবো রয়্যাল সৌদি এয়ার মিউজিয়াম। এটি রিয়াদে অবস্থিত। কম খরচে এবং বাজেট ফ্রেন্ডলি ডিলে আপনি এখান থেকে ঘুরে আসতে পারবেন।
হেলিকপ্টার কেবিন, আধুনিক ভবন, বিভিন্ন অস্ত্র রিলেটেড প্রযুক্তি এবং বিমান প্রদর্শনসহ অনেক বিষয় একসাথে উপভোগের সুযোগ রয়েছে এখানে।
ধর্মপ্রাণ মুসলমানেরা সৌদি ভ্রমণে ঘুরে আসতে পারেন মসজিদ আল নববী থেকে। এই মসজিদটি মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কর্তৃক নির্মিত সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে একটি। বিশেষ করে এর সবুজ সুন্দর গম্বুজের ব্যাপারে একেবারে কিছু না বললেই নয়!
যাইহোক এখানে প্রার্থনা করতে করতে রাত কাটানোর প্রয়োজন পড়লে মসজিদের বারান্দাতেই বিছানা পেতে নিতে পারেন। কারণ অনেকেই এমনটা করে।
মসজিদ আল হারাম সৌদি আরবের আরো একটি দর্শনীয় স্থান। এটি মক্কায় অবস্থিত সবচেয়ে সুন্দর মসজিদগুলির একটি। যা পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়ে থাকে।
সবচেয়ে শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক স্থান হিসাবে স্থানটি নিজ চোখে উপভোগ করতে এখানে প্রতিদিনই হাজির হয় লক্ষ লক্ষ মানুষ। এই মসজিদ ভ্রমণে রাত কাটানোর প্রয়োজন পড়লে কাছাকাছি হোটেল বুক করতে হবে।
জেদ্দার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির একটি হলো এই আল তায়েবাত আন্তর্জাতিক শহর। যারা সৌদি আরবের দর্শনীয় স্থান হিসাবে বাজেট ফ্রেন্ডলি স্থান খুঁজছেন তারা এখান থেকে ঘুরে যেতে পারেন। অনেক বিদেশীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে এই দর্শনীয় স্থানটিকে তৈরি করা হয়েছিলো৷
এখানকার আরবের সংস্কৃতির উপর ভিত্তি করে বিভিন্ন কারুশিল্পের স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে। রাজা শেখের এই প্রাসাদে আপনি ১২ টি ভবনে মোট ৩০০ টি ঐতিহাসিক কক্ষ উপভোগের সুযোগ পাবেন৷
দর্শনীয় স্থান হিসাবে আপনার কি পার্ক পছন্দ? যদি পছন্দ হয় তবে আর দেরি না করে তাবুকের এই প্রিন্স ফাহদ বিন সুলতান পার্ক থেকে ঘুরে আসতে পারেন৷
বিশেষ করে পরিবার এবং বন্ধুদের সাথে সন্ধ্যার সময় বিশ্রাম নেওয়ার জন্য এই সুলতান পার্ক একটি উপযুক্ত স্থান হিসাবে বিবেচিত হয়ে থাকে। মজার ব্যাপার হলো এখানে গ্রীষ্মকালের তাপমাত্রা খুবই মৃদু থাকে। যা আপনার মন ভালো করে দেবে।
সৌদি আরবে ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে টুরিস্ট ভিসার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে নিতে হবে ৬ মাস মেয়াদি টুরিস্ট সার্টিফিকেট। সৌদি আরবের টুরিস্ট ভিসা কিভাবে পাবেন সে-সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
সৌদি আরবের টুরিস্ট ভিসা বাবদ আপনাকে ৫০/৬০ হাজার টাকার মতো খরচ করতে হবে। পাশাপাশি আনুসাঙ্গিক খরচ বাবদ মোট ১ লক্ষ টাকার মতো হাতে রাখতে হবে।