আমরা সকলেই ঘুরতে ভালোবাসি। আর তা যদি হয় বিদেশ তাহলে তো আর কোনো কথাই নেই! বিদেশের ঘোরাঘুরির জন্য সিঙ্গাপুরকেই অনেকে বেস্ট মনে করেন। চলুন তবে আজ ঘোরাঘুরির জন্য এই বেস্ট অপশন নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক।
জানা যাক সিঙ্গাপুর ভ্রমণ গাইড, সিঙ্গাপুর ভ্রমণ কাহিনী, সিঙ্গাপুর ভ্রমণ খরচ, সিঙ্গাপুর ভ্রমণকালীন সময়ে থাকার উপায় এবং সিঙ্গাপুরের জনপ্রিয় দর্শনীয় স্থান সম্পর্কিত বিস্তারিত তথ্য।
সিঙ্গাপুর ভ্রমণ গাইড সম্পর্কিত আজকের আর্টিকালের শুরুতে আমরা জানবো সিঙ্গাপুরের বেশ কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। বিশেষ করে:
সিঙ্গাপুরের দর্শনীয় স্থান হিসেবে আইসক্রিম মিউজিয়াম হতে পারে বেস্ট অপশন। যদিও এই দর্শনীয় স্থানের বয়স খুব একটা বেশি নয়। ২০২১ সালের দিকে যাত্রা শুরু করা এই দর্শনীয় স্থানটি স্প্রিঙ্কল পুল ও ক্যান্ডি-থিমযুক্ত কক্ষের কারণে সারা বিশ্বে তোলপাড় শুরু করেছে।
তাছাড়া এটি এমন একটি দর্শনীয় স্থান যা ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। বিশেষ করে যারা আইসক্রিম ভালবাসেন তাদের কাছে এই মিউজিয়াম যেনো এক টুকরো আইসক্রিম হেভেন মনে হবে।
এটি এমন একটি স্থান যেখান থেকে আপনি পুরো সিঙ্গাপুর দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কেবল কার। এই কার আপনাকে সবুজ গাছের চূড়ায় তোলে পুরো সিঙ্গাপুর উপভোগ করার সুযোগ করে দেবে।
যারা ঘোরাঘুরি জন্য বাগান বা সবুজ প্রাকৃতিক কৃষক বেছে নিতে পছন্দ করেন তাদের জন্য গার্ডেন্স বাই দ্যা বে স্থানটি হতে পারে বেস্ট অপশন। বলে রাখা ভালো এই দর্শনীয় স্থানটিকে সাজানো হয়েছে ১০০ হেক্টর জমির উপর।
দিনের বেলায় পুরো গার্ডেন উপভোগ করার পাশাপাশি রাতের বেলায় তাদের মিউজিক্যাল শো এবং ম্যাজিকাল লাইটিং সিস্টেম আপনাকে পুরোপুরি মুগ্ধ করবে। পরিবারের সাথে কোনো ট্রিপ বা স্লো ট্রিপ এর ক্ষেত্রে এই গার্ডেন্স বাই দ্যা বে নামক সিঙ্গাপুর দর্শনীয় স্থানটিকে বেছে নিতে পারেন চোখ বন্ধ করে।
সিঙ্গাপুর দর্শনীয় স্থান হিসেবে মেরিনা বে থেকেও ঘুরে আসতে পারেন। বলে রাখা ভালো এটি একটি আস্ত শহর। যেখানে আপনি একই সাথে অসংখ্য দর্শনীয় স্থানের সন্ধান পাবেন। পাশাপাশি পাবেন থাকার জন্য ভালো মানের সাশ্রয়ী প্রাইজের দারুন সব হোটেল।
মজার ব্যাপার হলো মেরিনা বে’র তীরে অবস্থিত মারলিওন পার্কে রয়েছে সেই বিখ্যাত মারলিওন ভাস্কর্যটি। যা সরাসরি উপভোগের জন্য নিয়মিত অসংখ্য দর্শনার্থী পাড়ি জমায় মারলিওন পার্কে।
যেকোনো ভ্রমণ গাইড বিশেষ করে সিঙ্গাপুর ভ্রমণ গাইডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সিঙ্গাপুর ভ্রমণের খরচ। এই ভ্রমণে আপনি কত টাকা খরচ করবেন তা নির্ভর করবে আপনার উপর। তবে বর্তমানে বাংলাদেশের সিঙ্গাপুর টিকিটের দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা।
সিঙ্গাপুরে থাকার জন্য প্রতি রাত বাবদ আপনাকে কমপক্ষে খরচ করতে হবে ৫০০০ টাকা। পাশাপাশি টুরিস্ট পাস, খাবার দাবার সহ সবকিছু মিলিয়ে খরচ হতে পারে ১০ হাজার টাকার মতো। সবমিলিয়ে হাতে যদি ৭০ হাজার থেকে ১ লাখ টাকা থাকে তাহলে আপনিও দিতে পারেন সিঙ্গাপুর ট্যুর।
আপনি যদি একজন ভ্রমণ প্রিয়াসী হয়ে থাকেন সে ক্ষেত্রে আপনি নিশ্চয় জানেন প্রতিটি পর্যটকের উচিত পর্যটন স্থানের খাবার টেস্ট করে আসে। এই একই টিপস কিন্তু সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। সিঙ্গাপুরে গিয়ে যেসব খাবারগুলো ট্রাই করতে ভুলবেন না সেসব খাবারের একটি লিস্ট নিচে দেওয়া হলো:
সিঙ্গাপুর ভ্রমণ গাইড সম্পর্কে তো জানলেন। এবারে পছন্দের দর্শনীয় স্থানটিকে টার্গেট করে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে ফেলুন। মনে রাখবেন দালালের মাধ্যমে সিঙ্গাপুর টুরিস্ট ভিসা কালেক্ট না করে সরাসরি কোনো অফিস থেকে জেনে বুঝে তবেই ভিসা কিনবেন। এতে করে ঠকবেন না।