যেকোনো দেশের ভীত গড়তে প্রবাসীদের অবদান কখনোই অগ্রাহ্য করা যাবে না। আর এই অবদান রাখতে গিয়ে প্রবাসীদের পড়তে হয় অসম্ভব কষ্টের মুখে। সেই কষ্টের গল্প হিসাবে আজ আলোচনা করবো বেশকিছু প্রবাসীর কষ্টের স্ট্যাটাস। সুতরাং সাথেই থাকুন।
১. প্রবাসীর নতুন পরিবেশে নতুন কষ্ট, পরিবারের মুখে হাসি ফুটানোর সবচেয়ে বড় অস্ত্র।
২. পরিবারের মুখে হাসি ফুটাতে প্রতিটি প্রবাসী তার জীবনটুকু পর্যন্ত বিসর্জন দিতে পারে।
৩. মাঝেমাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য পুরোনো জায়গাকে ছাড়তে হবে।
৪. নিজেকে গড়তে বেরিয়েছিলাম! আজ সকল দুঃখ লুকিয়ে পরিবারের সাথে হাসিমুখে কথা বলা শিখেছি।
৫. প্রতিটি প্রবাসীর কাছেই তার পরিবার এক একটি সুখের উৎস!
৬. পরিবারের মুখে হাসি ফুটাতে গিয়ে না হয় এতোটুকু কষ্ট ভোগ করলাম!
৭. হাজার হাজার মাইলের এই লম্বা সফর আমাকে বারবার আমার পরিবারের কথা মনে করিয়ে দেয়।
৮. পরিবার? সেতো প্রতিটি প্রবাসীর কাছে এক একটি ইমোশনের নাম!
৯. দেশের প্রতি ভালোবাসার প্রতিটি প্রবাসীর চোখে পানি হয়ে বেরিয়ে আসে!
১০. জীবনযুদ্ধে হাড়ভাঙা পরিশ্রম করার নামই প্রবাসজীবন!
১১. দেশ ছাড়ছি ঠিকই! তবে নিজের সব অনুভুতি যেনো পুঁতে রেখে যাচ্ছি শান্তির এই নগরে!
১২. দেশ ছাড়া মুহুর্তে বুঝলাম দেশপ্রেম কেবল একখানা অনুভুতির নাম নয়!
১৩. দেশ ছেড়ে বহুদূরে আমার এই পড়ে থাকার স্বভাবও আমার মাঝে থাকা দেশপ্রেমেক খুন করতে পারেনি।
১৪. পরিবার এবং দেশের মর্ম আমরা তখনই বুঝি, যখন প্রবাসজীবনের পূর্ণতা দিতে প্রিয় দেশকে ছাড়ার পরিকল্পনা করি৷
১৫. দৃষ্টি থেকে অনেক দূরে পড়ে থাকবে আমার প্রিয় দেশ। অথচ হৃদয়ের গভীরে মিশে রবে সারাটিক্ষন!
১৬. নিজ দেশে যে স্বপ্ন লালন করেছি সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ভিন্ন দেশে!
১৭. প্রিয় দেশে ছেড়ে দূরে পাড়ি জমানোর এই কঠিন মিশন যেনো নিজেকে তিলে তিলে ক্ষয় হতে দেখার মতো অনুভুতি।
১৮. অনুভুতির অপর নাম হলো দেশ ছাড়তে গিয়ে দুচোখ পেয়ে জল গড়িয়ে পড়া।
১৯. দেশ ছাড়ছি, কিন্তু অনুভুতি নয়।
২০. প্রবাসে বাস করতে করতে বুঝে গেছি নিজ দেশকে ভালোবাসার মতো কষ্টের ফিলিংস আরকিছুতেই হয় না!
২১. আজকের এই ঈদের মতো খুশির দিনে আমার পাশে নেই আমার প্রিয় পরিবার
২২. পরিবার ছেড়ে দূর প্রবাসে ঈদ কাটানোর আজ ৭৮০ দিন।
২৩. এবারে ঈদে দুঃখ ভরা হৃদয়ই একমাত্র ভরসা।
২৪. পরিবার নেই পাশে! মানিয়ে নিচ্ছি পরিবার ছাড়া আরো একটি ঈদ।
২৫. ঈদের এই আনন্দের দুঃখের সুর তুলছে পরিবারের অনুপস্থিতি!
২৬. নিজের পাঠানো অর্থে এবারে ঈদে পরিবারের হাসি যেনো আমার স্বস্তির নিঃশ্বাসের একমাত্র কারণ!
২৭. আমার ঈদের চাঁদ হয়তো আমার কাছে নেই! তবে তাদের দূর হতে অনুভবে রাখি।
২৮. আজকের এই আনন্দের দিনে নিজের পাশে পরিবার না থাকার এই কষ্ট বোঝে কেবল প্রবাসীরাই!
২৯. জীবনের তাগিদে পরিবার হতে আজ বহুদূরে!
৩০. প্রিয় মানুষগুলোকে ছাড়া ঈদ যেনো পানসে অনুভূতি!
৩১. প্রবাস জীবন বড় চ্যালেঞ্জের। আশা করি এই চ্যালেঞ্জ মোকাবেল করতে তুমি সক্ষম হবে।
৩২. প্রিয় বড় ভাই, তোমার জন্য রইলো অবিরাম ভালোবাসা। আশা করি তোমার প্রবাস-জীবন সুখের হবেন।
৩৩. প্রবাস জীবন কখনোই দিনের আলোর মতো সহজ নয়। তবে তোমার চেষ্টা ও পরিশ্রম এই অন্ধকার পথে তোমায় আলোর সন্ধান দেবে।
৩৪. কাটানো সময়গুলো হয়তো আর ফিরে পাবো না। তবে তোমাকে মিস করবো বছরের পর বছর।
৩৫. প্রবাস জীবন অনেকটা লটারির মতো! এই জীবন কারো কাছে সুখের সন্ধান, আবার কারো কাছে অন্ধকারের উৎস!
৩৬. জীবন যুদ্ধে ভালোবাসার আরেক নাম পরিবার! অথচ আজ সেই পরিবারের মধ্যমণিকেই বিদায় জানাতে হচ্ছে। এ-যেনো দুঃখের সাগরে নিজেকে ডুবিয়ে মারার মিশন।
৩৭. এতোটাদিন দেশে থেকেই পরিবারের জন্যে একাই লড়েছো! আর আজ সেই তুমিই প্রবাসজীবন শুরু করছো পরিবারের প্রতি ত্যাগের মিশন মাথায় রাখা। তোমার এই অবদান কিভাবে পূরণ করি বলো?
৩৮. পরিবার স্বজনদের কাছ থেকে দূরে থাকার এই নতুন কষ্টের মিশনে তোমার পরিপূর্ণ সফলতা কামনা করছি!
৩৯. নিঃসঙ্গ এক জীবনব্যবস্থায় নিজেকে ঠেলে দিচ্ছো! নিজের খেয়াল রাখতে পারবে তো?
৪০. পরিবার এবং প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকার এই কষ্ট স্বার্থক হোক!
৪১. প্রবাস জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের!
৪২. বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর এই মিশনে প্রতিটি প্রবাসীর গায়ের ঘাম এবং চোখের পানি মিশে আছে।
৪৩. দেশ থেকে মানুষ বিদেশ যায় সুখের গল্প রচনা করতে।
৪৪. দেশ থেকে যারা বিদেশ যান তারা দু-চোখে স্বপ্ন না এঁকে ক্ষান্ত হোন না!
৪৫. প্রবাসী হিসাবে সারাদিন কর্মক্ষেত্রে পড়ে থাকলেও মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটির গন্ধে!
৪৬. একমাত্র প্রবাসী বাঙালিই বুঝে দেশের মাটির গন্ধ কিভাবে এক একটি প্রাণে আনন্দের সঞ্চার করে!
৪৭. মা-বাবার কথা, ভাই-বোনের কথা, স্ত্রী-সন্তানের কথা প্দিনরাত প্রতিটি প্রবাসীর মগজে কারফিউ জারি করে।
৪৮. ইচ্ছে হয় সবকিছু ছেড়েছুড়ে পরিবারের কাছে রওনা করি!
৪৯. আপন মানুষগুলো অর্থকষ্টে ভোগার চাইতেও পরিবার ছেড়ে নিজের এতোটা দূরে থাকার কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে।
৫০. শত যন্ত্রণার পরও দেশের মানুষটি প্রবাসে থেকে প্রমাণ করে দেয় জীবনযুদ্ধে তার প্রয়োরিটি লিষ্টে সর্বপ্রথমে আছে “তার পরিবার”!