শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

ভারতের দর্শনীয় স্থান: আল খিদমার বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর প্যাকেজ

বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর: ভারতের দর্শনীয় স্থান এবং লোকেশন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ভারতের দর্শনীয় স্থান: আল খিদমার বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর প্যাকেজ.jpg

বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর: ভারতের দর্শনীয় স্থান এবং লোকেশন

যারা কম খরচে দেশের বাইরে মোটামুটি মানের একটি ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর হতে পারে বেস্ট অপশন। এতে একদিকে যেমন খরচ কম পড়বে অন্যদিকে ঠিক তেমনই আসা-যাওয়া করতেও বেশি সময় লাগবে না। ঝামেলা ছাড়া কিভাবে বিশ্বস্থ এজেন্সি আল খিদমাহ ট্যুরের সাথে বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর দিবেন তারই বিস্তারিত আলোচনা করবো আজ। সুতরাং সাথেই থাকুন।

ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা

শুরুতে আমরা কিছু ভারতের দর্শনীয় স্থান এবং লোকেশন সম্পর্কে আলোচনা করবো। যাতে প্লেইস চুজ করতে আপনার কোনো সমস্যা না হয়। এই যেমন ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল! যার লোকেশন কলকাতায়। হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে ট্যাক্সি বা উবারে করে মাত্র ২০ মিনিটে এখানে চলে যেতে পারেন আপনিও।

ইংরেজ আমলের রাণী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সাদা মার্বেলের এই বিশাল ভবনটি এখন একটি জাদুঘর। এখানকার বাগান ও স্থাপত্য সত্যিই আপনাকে পুরোনো ইতিহাসের ফিল দেবে। এখানের টিকিট ফি কিন্তু মাত্র ৭৫/-। আর সাথে খাবার হিসাবে পেয়ে যাবেন হালাল বিরিয়ানি ও কাবাব কিনে খাওয়ার সুযোগ।

দক্ষিণেশ্বর কালী মন্দির ও গঙ্গা নদী

গঙ্গা নদীর ধারে অবস্থিত এই ঐতিহাসিক মন্দির হিন্দুদের জন্যে বেশ গুরুত্বপূর্ণ স্থান। কলকাতা স্টেশন থেকে ট্রেন বা ট্যাক্সি করে এখানে যেতে সময় লাগবে মাত্র ৩০/- মিনিট৷ পাশেই গঙ্গায় বোট রাইড পাওয়া যায় কিন্তু। ফ্রি এন্ট্রি হলেও বোট রাইড করতে এখানে খরচ পড়বে ৭৫ টাকার মতো।

ইকো পার্ক বা New Town

ইকো পার্ক বা New Town হলো ভারতের দর্শনীয় স্থানগুলোর অন্যতম জনপ্রিয় একটি স্থান। উল্টাডাঙ্গা থেকে ট্যাক্সি বা বাসে করে এখানে যেতে হবে। বিশাল আকৃতির এই আধুনিক পার্কে রয়েছে লেক, রূপকথার গ্রাম, স্কাল্পচার গার্ডেন, বোটিং ও সাইক্লিং সুবিধা।

যেখানে প্রবেশ করতে খরচ পড়বে ৩০ টাকা এবং বোটিং করতে লাগবে ১০০-২০০ টাকা। এই ইকো পার্কের Food Court-এ কিন্তু হালাল অপশন নেই। সো আপনাকে খাবার সাথে করে নিয়ে যেতে হবে।

সায়েন্স সিটি

এসপ্লানেড থেকে বাসে বা ট্যাক্সি করে সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন সায়েন্স সিটি। সায়েন্স সিটি মূলত পরিবার ও বাচ্চাদের জন্য সেরা দর্শনীয় স্থান। যেখানে ইন্টার‌্যাকটিভ বিজ্ঞান মডেল, টাইম মেশিন থিয়েটার, ডাইনোসর পার্ক সহ দারুণ সব চমক অপেক্ষা করছে।

এখানে প্রবেশ করতে খরচ পড়বে মাত্র ৯০/- এবং রাইডসহ টোটাল খরচ পড়বে ২০০ টাকার মতো। ভিতরে নিরামিষ খাবার পেলেও হালাল আমিষ খাবার পেতে আপনাকে বাইরে যেতে হবে এখানে৷

ইডেন গার্ডেনস বা ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুরের সবশেষে ঘুরে আসতে পারেন ইডেন গার্ডেনস বা ক্রিকেট স্টেডিয়াম থেকে। মেট্রো বা ট্যাক্সিতে খুব সহজেই যাওয়া যায় এখানে। বলে রাখা ভালো ইন্ডিয়ান ক্রিকেটের তীর্থভূমি বলা হয় এই স্টেডিয়ামকে।

খেলা না থাকলেও বাইরে থেকে দেখা ও ছবি তোলার সুযোগ রয়েছে। বাইরের ভিজিট ফ্রি। তবে ইনসাইড ট্যুরে কতৃপক্ষ আপনার কাছ থেকে ১৫০/- করে নেবে।

আল খিদমার বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর প্যাকেজ

এবার আসি আল খিদমার বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর প্যাকেজের ব্যাপারে। তাদের প্যাকেজে আপনি ইজিলি পেয়ে যাবেন:

  • ৪-৭ দিনের কাস্টমাইজড ট্যুর প্ল্যান
  • ভিসা প্রসেসিং সহায়তা
  • হোটেল বুকিং কনফার্মেশন
  • ইনভাইটেশন লেটার প্রসেসে সহায়তা
  • ঢাকা থেকে ট্রেন/বাস/ফ্লাইট অপশন
  • আন্তর্জাতিক ট্রান্সপোর্টে সহায়তা
  • সহজ ও নিরাপদ যাত্রা

তবে হ্যাঁ! আল খিদমার বাংলাদেশ টু ইন্ডিয়া ট্যুর প্যাকেজের খরচ নির্ভর করবে আপনি কতদিনের জন্য যাচ্ছেন তার উপর। এক্ষেত্রে ৩/৪ দিনের প্ল্যানে আনুমানিক ৳২০,০০০ বাজেট রাখলে ভালো! সো যারা এই এজেন্সিতে বুকিং ও বা কোনোকিছুর ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা ভিজিট করতে পারে এই ওয়েবসাইটে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ