শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

কম খরচে আমেরিকা ট্যুর প্যাকেজ

কম খরচে ইউএসএ ট্যুর: ঘরে বসেই আমেরিকা ট্যুর প্যাকেজ কিনুন সবচেয়ে কম দামে 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
কম খরচে আমেরিকা ট্যুর প্যাকেজ কিনুন মাত্র ২০,০০০ টাকায়.jpg

কম খরচে আমেরিকা ট্যুর প্যাকেজ কিনুন মাত্র ২০,০০০ টাকায়

অনেকের কাছে ইউএসএ স্বপ্ন! সেখানে ঘোরার খরচ শুনলেই তো মাথা ঘোরার কথা! কিন্তু একটু ব্রেইন খাটিয়ে, একটু গুগল ঘেঁটে, আর একটু স্মার্ট প্ল্যান করে সামনে আগাতে পারলে আপনিও পারবেন কম খরচে ইউএসএ ট্যুর দিতে। আর এক্ষেত্রে আপনার দরকার পড়বে কম খরচে আমেরিকা ট্যুর প্যাকেজ কিনে রাখা। আর এই প্যাকেজের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে আজ আমরা কথা বলবো আল খিদমা এজেন্সি নিয়ে। বিস্তারিত জানতে সাথেই থাকুন।

ইউএসএ ট্যুর কত টাকা লাগে?

ব্যাসিকেলি ইউএসএ ট্যুরে ভিসা ফি হিসাবে আপনার লাগবে ২০-২৪ হাজার টাকা। B1/B2 ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে আপনাকে দিতে হবে প্রায় ১৬০ ডলার। বাংলা টাকায় যা পড়বে ২২ হাজার টাকার আশেপাশে।
এরপর আসে ফ্লাইট কস্ট। এক্ষেত্রে লাগবে আবার ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মতো। ঢাকা থেকে JFK, LAX বা DFW যাওয়ার জন্য যাদের বাজেট লিমিটেড তারা পুরো ট্যুর প্ল্যানিংটি করবেন অফ সিজনে। তাহলে এই কস্ট অনেকটটাই কম পড়বে।

এরপর আসি ইউএসএ ট্যুরে থাকা খাওয়ার ব্যাপারে। এক্ষেত্রে দিনে মিনিমাম ৪/৫ হাজার টাকা তো লাগবেই। AirBnB বা হোস্টেলে থাকলে লাগবে মিনিমাম ২০-৪০ ডলার। বন্ধু/আত্মীয় থাকলে তো কথাই নেই, হোটেল ফ্রি আবার খাবারদাবারেরও কোনো সমস্যা নেই। এদিকে লোকাল ট্রান্সপোর্ট ও ঘোরাঘুরি বাবদ খরচ পড়বে ১৫-৩০ হাজার টাকা।

কম খরচে ইউএসএ ট্যুর দেওয়ার টিপস

আপনি যদি কম খরচে ইউএসএ ট্যুর দিতে চান তবে নিচের পয়েন্টগুলি মাথায় রাখবেন। আশা করি আপনার খরচ অনেকটাই কমে আসবে:

১. মার্চ-এপ্রিল বা অক্টোবর-নভেম্বরের দিকে ট্যুর প্ল্যানিং করবেন। এই সময়টা অফ সিজন! তাই দেখবেন জ্যাম কম, খরচও কম!

২. Hostelworld বা Couchsurfing নামে দুইটি প্ল্যাটফর্ম আছে। সেখানে কম খরচে হোটেলের সন্ধান পাবেন।

৩. ঘোরার ক্ষেত্রে যদি মিউজিয়াম টাইপ ট্যুর স্পট চুজ করেন দেখবেন খরচ আরো কমে এসেছে। এসব জায়গায় যেতে আপনাকে খুব একটা টাকা খরচ করতে হবে না।

৪. সবশেষে বলবো গ্রুপ ট্যুরের কথা। ব্যাচেলর বন্ধুদের নিয়ে দল তৈরি করে তবেই ট্যুর দিন। দেখবেন খরচ ভাগাভাগি করে কস্ট অনেক গেছে।

আল খিদামার কম খরচের ইউএসএ ট্যুর প্যাকেজ

আর আপনি যদি কম খরচের ইউএসএ ট্যুর দেওয়ার ক্ষেত্রে এতোসব নিয়ম মানতে নারাজ হোন, অথবা অনেক বেশি নার্ভাস থাকেন সেক্ষেত্রে ইজি সমাধান হলো কোনো ট্যুর প্যাকেজ কিনে ফেলা। তবে সব এজেন্সি যে ভালো সার্ভিস দেবে তার কোনো নিশ্চয়তা নেয়। এক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করবো আল খিদামার কম খরচের ইউএসএ ট্যুর প্যাকেজটি৷

এই প্যাকেজের কস্ট মোটামুটি ২০ হাজার টাকার মতো থাকে। যদিও এই প্যাকেজে বিমানের টিকিট ও ভিসা ফি আলাদা থাকে, তবে কোন সিজনে অফারের দাম কত তা জানতে আগে থেকেই তাদের সাথে যোগাযোগ করে নেবেন৷ আর যোগাযোগ করতে সরাসরি এই লিংকে চলে যাবেন!

ইতি কথা

যারা মনে করেন ইউএসএ ট্যুর মানেই ব্যাংকের সব জমানো টাকা খরচ করে ফেলা তারা বাইরে যাওয়ার আগে একটু ঘাঁটাঘাঁটি করবেন, প্ল্যানিং করে নেবেন। দেখবেন সবকিছু সহজে, টাইট বাজেটে হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ইউএসএ ট্যুরও সস্তায় সম্ভব। শুধু চোখ-কান খোলা রাখুন আর সঠিক সময়ে ভিসার জন্য এপ্লাই করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ