দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার নিয়ম

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা
দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা

 

বেশ বড় ও গুরুত্বপূর্ণ শ্রমবাজার হয়ে উঠার কারণে অনেকেই দক্ষিণ কোরিয়ায় যেতে চান। তবে বর্তমানে জীবিকার তাগিদের বাইরে নিজেকে কিছুটা সময় দিতে যারা বাইরের দেশকে টার্গেট করছে তাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়াকেই টার্গেট করছে। 

 

চলুন তবে আজকের এই লেখায় আলোচনা করা যাক দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার নিয়মসহ সম্পর্কিত সকল তথ্য। 

 

দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পরিচিতি

দক্ষিণ কোরিয়ায় আপনি ভিসার সুযোগ হিসাবে ট্যুরিস্ট ভিসা (Tourist Visa), ব্যবসায়িক ভিসা (Business Visa), শিক্ষা ভিসা (Student Visa), কাজের ভিসা (Work Visa), কৃষি ভিসা (Agricultural Visa), পারিবারিক ভিসা (Family Visa), প্রবাসী কর্মকর্তা ভিসা (Immigrant Worker Visa), সাধারণ ভিসা (General Visa) এবং সামাজিক কর্মকর্তা ভিসাসহ (Social Worker Visa) বিভিন্ন অপশন পাবেন। 

 

প্রতিটি ভিসা পেতে হলেই আপনাকে এর উদ্দেশ্যের ব্যাপারে ক্লিয়ার হয়ে নিতে হবে। উক্ত ভিসাগুলির মাঝে মূলত দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসার উদ্দেশ্য হলো এই ডকুমেন্টসের সাহায্যে নির্দিষ্ট সময় পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে বেড়ানো। বিস্তারিত জানতে সাথেই থাকুন। 

 

দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসার প্রাইজ 

বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মাঝে দুরত্ব যথেষ্ট কম হওয়ার কারণে বেশ অল্প টাকাতেই আপনি দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা ম্যানেজ করতে পারবেন। এক্ষেত্রে: 

 

৯০ দিনের সিঙ্গেল ভিসার দাম পড়বে ৪০$

৯০ দিনের বেশি সিঙ্গেল ভিসার দাম পড়বে ৬০$

৯০ দিনের মধ্যে ডাবল-এন্ট্রি ভিসার দাম ৭০$

আর যেকোনো মাল্টিপল-এন্ট্রি ভিসার দাম ৯০$

 

প্রয়োজন বুঝে এবং বাজেটের সাথে সঙ্গতি রেখে আপনি কোন প্রাইজের এবং কোন ধরণের ভিসা নেবেন তা ঠিক করে নিতে পারেন৷ 

 

দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা

অন্যান্য স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা কিংবা কাজের ভিসার মতো দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো যোগ্যতার মাপকাঠি ব্যবহার করতে হবে। 

 

তবে বৈধ পাসপোর্ট, ভিসার প্রয়োজনীয় আবেদনপত্র, সবকিছু ঠিক আছে এমন মেডিকেল রিপোর্ট এবং ওখানে গিয়ে কোথায় থাকবেন সে-সম্পর্কিত আবাসন ডকুমেন্টস না থাকলে কোনো ব্যাক্তি দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার যোগ্য হিসাবে পরিগণিত হবে না। 

 

দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার ডকুমেন্টস 
  • ভোটার আইডি কার্ড এর মেইন কপি 
  • দক্ষিণ কোরিয়ায় আপনার ভবিষ্যত আবাসন এর বিবরণ 
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেইন কপি
  • জন্ম নিবন্ধন পত্রের মেইন কপি
  • কোরিয়ার মেডিকেল থেকে প্রাপ্ত মেডিকেল রিপোর্ট 
  • ৬ মাস এর মধ্যে তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি
  • সঠিক তারিখসহ ভিসা আবেদন পত্র 
  • অন্তত ৩০ দিন মেয়াদ আছে এমন পাসপোর্ট 

 

দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার নিয়ম

অনলাইনের বদৌলতে এবং ভিসা প্রাইজ হাতের নাগালে থাকার কারণে বর্তমানে দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। আপনিও যদি দক্ষিণ কোরিয়া ভ্রমণে বেরুতে চান সেক্ষেত্রে নিচের টুরিস্ট ভিসা পেতে নিচের স্টেপগুলি ফলো করতে পারেন: 

 

সিলেক্ট করুন: শুরুতে একটি ওয়েবসাইটে গিয়ে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরণের ভিসা নিতে চান। এক্ষেত্রে এখানে ক্লিক করে ওয়েবসাইটিতে প্রবেশ করতে পারেন৷ 

 

ডকুমেন্টস রেডি করুন: উপরের অংশে আমরা যেসব দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা পাওয়ার ডকুমেন্টস সম্পর্কে আলোচনা করেছি এবারে সেসব ডকুমেন্টস গুছিয়ে পিন-আপ করে ফেলুন। 

 

আবেদন: প্রাথমিকভাবে ভিসার জন্য আবেদন করতে এবারে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে উপরোক্ত লিংকে গিয়ে আবেদনের ফরমটি পুরোপুরি পিডিএফ আকারে ডাউনলোড করে ফেলুন। সবশেষে ডাউনলোড করা ফরমটি পূরণ করে নিন। 

 

পেমেন্ট পরিশোধ: এবারে আপনাকে ভিসা আবেদন ফি বাবদ একটি এমাউন্ট প্রদান করতে হবে। আর পেমেন্ট পে করার পরপরই আপনাকে পেমেন্টের রিসিট গ্রহণ করে নিতে হবে। 

 

অফলাইন ইন্টারভিউ: নিকটস্থ কোনো এজেন্সিতে গিয়ে এবারে এই ভিসা সম্পর্কে আপনাকে সরাসরি আলোচনা করতে হবে। সেই সাথে পুরণ করা ফরম, পেমেন্ট ক্লিয়ারের রিসিট এবং ডকুমেন্টস জমা দিতে হবে। সবশেষে কাজ হয়ে গেলে পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হবে এবং নির্দিষ্ট সময় পর পাসপোর্ট সংগ্রহ করে নিতে হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ