লক্ষ্মীপুরে শারমিন আক্তার নূপুর নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন।
প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নূপুর জেলার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামের ফখরুল ইসলামের পালক মেয়ে। এ ছাড়া দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের ওমানপ্রবাসী মো. উল্যা লিটনের স্ত্রী। তাঁদের ঘরে আট মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে।