ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। নোয়াখালী-ফেনীগামী সড়কের মহিপাল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা মো. শাকের (৩২) কক্সবাজারের টেকনাফ থানার মোছনী আরআরসি ক্যাম্পের মো. হোসেনের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে; কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী-নোয়াখালী সড়কের মহিপাল রাস্তার ওপর দুই বস্তা গাঁজা নিয়ে গাড়িতে উঠার জন্য অবস্থান করছেন। র্যাবের একটি দল ওই স্থানে হাজির হওয়া মাত্রই মাদক ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে রোহিঙ্গা মো. শাকেরকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত রোহিঙ্গা ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।