ভাগিনা বৌকে ধর্ষণের ঘটনায় শ্রমিকলীগ সভাপতিকে অব্যাহতি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
সরোয়ার হোসেন
সরোয়ার হোসেন

পরশুরামে বড় বোনের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সৌদি প্রবাসী ভাগিনার বৌকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় শ্রমিকলীগ নেতা সরোয়ার হোসেনকে বহিস্কার করা হয়েছে।

google newsFollow us on Google news

রোববার (২০আগষ্ট) সকালে চিথলিয়া ইউনিয়ন শ্রমিকলীগর সভাপতি মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সরোয়ার হোসেনকে শ্রমিকলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরোয়ার হোসেন চিথলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি ছিলেন।

রোববার উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদুল রসুল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সরোয়ার হোসেনের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

সরোয়ার হোসেন (৪০) সে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের মজিুবুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বড় বোন বেবী আক্তারের বাড়ীতে বেড়াতে গিয়ে সৌদি প্রবাসী ভাগিনার বৌকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভাগিনা বৌ বাদী হয়ে গত শুক্রবার পরশুরাম থানায় মামা শ্বশুর সরোয়ারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসাইন খাঁন বলেন, সরোয়ারকে গ্রেফতার করতে একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ