মাদরাসায় পড়েছি পলিটিকসটা ভালো জানি : রায়হান রাফি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফি ঈদের সিনেমা নিয়ে নোংরা পলিটিকস হচ্ছে বলে মনে করছেন । এ প্রসঙ্গে এই নির্মাতার ভাষ্য, ‘আমি মাদরাসায় পড়েছি, হোস্টেলে থেকেছি, এ জন্য পলিটিকসটা আমি খুব ভালো করেই জানি। যারা হোস্টেলে থাকে তারা পলিটিকস জানে। পলিটিকস না জানলে আমি এখানে আসতে পারতাম না।

’ 

শনিবার মিরপুরের স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে শনিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার স্পেশাল শোর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন রাফি।

উপস্থিত সাংবাদিকদের রায়হান রাফী বলেন, ‘শাকিব ভাই এত বড় একজন স্টার এতে কোন সন্দেহ নেই, ওনার সিনেমা এত ভালো চলতেছে। ওনার উচিত একটা ভিডিও বার্তা ওনার ফ্যানদের দেওয়া… যে তোমারা মানুষের পোস্টে নোংরামি কোরো না।’

শাকিব খানের ভক্তদের উদ্দেশে রাফি বলেন, ‘‘আপনারা ‘প্রিয়তমা’ নিয়ে লাফালাফি করেন না, ‘প্রিয়তমা’ বেস্ট ‘প্রিয়তমা’ এক নাম্বার, আমাদের কোনও সমস্য নেই।

‘সুড়ঙ্গ নিয়ে পোস্ট দিলে, আরেকজন ‘প্রহেলিকা’ নিয়ে পোস্ট দিলে সেখানে কেউ আপনাদের নোংরামি করতে হবে, এই অধিকার তো কারো নাই। এর দায় কিন্তু যে স্টারের ফ্যান তাঁকে নিতে হবে।’’ 

ঈদে অর্থাৎ ২৯ জুন মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই-এর যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে দাপুটে অভিনেতা আফরান নিশোর।

সিনেমায় আছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ