কানাডার টরন্টোতে সড়ক দূর্ঘটনায় মহসিন মুন্সি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) সকালে টরন্টোর পিটারব্রোর নিকটবর্তী হাইওয়ে সেভেন-ইস্টে তিনি মারা যান।
নিহত মহসিন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার শিমুলিয়া এলাকার বাসিন্দা। ২০১৭ সালে বাংলাদেশ থেকে টরন্টোয় যান এবং সেখানে ব্যবসা করতেন। দেশে তার স্ত্রী ও ৭ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
কানাডার সিটিজেন বাংলাদেশি দোওয়ান মনিরুজ্জামান জানান, টরন্টোর মারাত্মক প্রতিকূল আবহাওয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। তিনি জানান, নিহত মহসিন মুন্সির পিকআপ ভ্যানে ৩ জন ছিলেন। এদের মধ্যে মহসিন মুন্সিসহ ২জন নিহত হন। নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।