দর্শকদের ওপর কেনো ক্ষোভ দেখালেন জয়া

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
জয়া
জয়া

গেলো ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘মায়ার জঞ্জাল’ ছবি নিয়ে দর্শকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। সোমবার সকালে জয়া আহসান তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, মায়ার জঞ্জাল ছবিটি মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি।

বাংলাদেশ – ভারত যৌথ প্রযোজনার এই ছবিটি নিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া দর্শকদের প্রতি ক্ষোভ ঝেড়ে আরও লিখেন, যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি ? অপি করিম আর সোহেল মণ্ডল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।

এই চলচ্চিত্রটি নিয়ে বাংলাদেশের কলাকুশলীদের প্রতিও ক্ষোভ ঝাড়েন জয়া। তিনি লেখেন, ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।

দেবী খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কশাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে – সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। ভালো বাংলা ছবির চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ