কাটা পড়লেন প্রধান শিক্ষকসহ তিনজন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
কাটা পড়লেন প্রধান শিক্ষকসহ তিনজন

নাটোর রেলওয়ে স্টেশনের অদূরে নারায়ণপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপর ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নারায়ণপুর গ্রামের মনজুরর রহমানের স্ত্রী সাথী খাতুন (৩২), একই গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন (৭০) এবং সাহাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিনজনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ্বরদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন। অপরদিকে পেছন দিক থেকে আসা টুঙ্গিপাড়া থেকে রাজশাহী গামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তারা। খবর পেয়ে নিহতের স্বজনরা তাদের মরদেহ নিয়ে যায়।

 

সম্প্রতি সাময়িক ভাবে বন্ধ হওয়া আজিমনগর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পোটার আবু রায়হান ও ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ