খাগড়াছড়িতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিতে রাজী না হওয়ায় বিদেশফেরৎ বড় ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত বড় ভাই মো. সাজ্জাদ হোসেন (২৪) মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাস-ফিল্ড এলাকার বাসিন্দা।
অভিযুক্ত নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান (১৯)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক হত্যাকাণ্ডের চারদিন পর আনুষ্ঠানিকভাবে হত্যার রহস্য উদঘাটন ও খুনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১০ ডিসেম্বর) এ হত্যাকাণ্ড ঘটে।
তিনি জানান, নিহত সাজ্জাদ সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরার পর তার ছোটভাই মোস্তাফিজুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। কিন্তু সাজ্জাদ তাকে ভর্তির টাকা দিতে রাজী না হওয়ায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদ মোবাইল ফোনে কথা বলার সময় মোস্তাফিজ পেছন থেকে ধারালো দা দিয়ে তার ঘাড় ও গলায় কোপায়। এতে সাজ্জাদ ঘটনাস্থলে নিহত হন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোস্তাফিজ বড় ভাইকে হত্যার পুরো ঘটনা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা, রক্তমাখা কাপড় ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।