কোন কাজ না করেই অনায়াসে আপনিও পেতে পারেন ৩১ লাখ টাকা। নিশ্চয়ই অবাক লাগছে। তবে এমনটাই এবার হতে চলেছে ইতালির শহর প্রেসিচ্চে। কিন্তু টাকা হাতে পেতে হলে মানতে হবে অল্প কিছু শর্ত। তবেই আপনিও পেতে পারেন ৩০ হাজার ইউরো বা ৩১ লাখ টাকা।
শহরটির নাম হলো প্রেসিচ্চে। ইতালির পুগলিয়া অঞ্চলে এই শহরটি অবস্থিত। শহরটিতে আকর্ষণীয় একটি প্রস্তাব দিয়েছেন শহরটির কর্তৃপক্ষগণ। আর তা হলো প্রেসিচ্চে শহরে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে ৩০ হাজার ইউরো, যা বাংলাদেশী টাকায় ৩১ লাখ টাকারও বেশি।
এ সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। অর্থাৎ চাইলে বাংলাদেশীরাও বৈধ ভিসায় বিদেশ গিয়ে সে শহর থেকে এমন সুযোগটি ভোগ করতে পারবেন। এজন্য তাদের প্রয়োজনীও কাগজপত্র সব ঠিক থাকলে তারাও বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
ইতালিতে অবস্থিত সেই প্রেসিচ্চে শহরের কাউন্সিলর আলফ্রেদো পালেসে জানান, শহরটিতে ১৯৯১ সালের আগে নির্মাণ করা অনেকগুলো বাড়ি খালি পড়ে আছে। ওই বাড়িগুলো ক্রয়ের জন্যই অর্থ দেওয়া হবে। কারণ, তাঁরা চান খালি বাড়িগুলো আবার যেন মানুষে ভরে ওঠে। মানুষের আনাগনা বেড়ে যাক।
কেননা প্রেসিচ্চে শহরে মানুষের জন্মহার দিনকে দিন ক্রমশ হ্রাশ পাচ্ছে । যার ফলে শহরটির জনসংখ্যা কমে আসছে বলে জানান আলফ্রেদো। তিনি দুঃখ প্রকাশ করে আরোও বলেন,সুন্দর সুন্দর স্থাপনা, ইতিহাস ও শিল্পসমৃদ্ধ শহরটি খালি হয়ে যাচ্ছে এটা চোখের সামনে দেখাটা কষ্টের।’
শহরটিতে বসবাসের বিনিময়ে অর্থ দেওয়ার পরিকল্পনা নাকি কাজে দিয়েছে। কাউন্সিলর ইতিমধ্যে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহেও বসবাসের জন্য আবেদন নেওয়া হবে। আগ্রহীরা শহরের টাউন হল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন এবং আবেদন করতে পারবেন।
তাছাড়া আলফ্রেদো আরও জানান, শহরটিতে বসবাসে রাজি থাকলে অর্থ দুই ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে শহরের একটি পুরোনো বাড়ি কেনার জন্য টাকা ছাড় দেওয়া হবে। এবং বাকি টাকা ওই বাড়িটি সংস্কারের প্রয়োজন হলে দেওয়া হবে।
ইতালিতে প্রবাসী বাংলাদেশী যারা রয়েছেন, তারাও চাইলে তাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দান করে আবেদন করে খুব সহজেই এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। তবে যারা অবৈধ পথে ইতালি গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন, তাদের জন্য এই সুযোগটি প্রযোজ্য নয়।