শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি এলাকার খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করেছে স্থানীয়রা।
জানা যায়, সন্ধ্যায় পুকুরে বড় একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন পুকুরের কাজ করা কর্মীরা। পরে কর্মীরা একটি ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটকা পড়ে কুমিরটি। এর দৈর্ঘ্যে প্রায় ৮ ফিট। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে কুমির দেখে যায়। স্থানীয়রা কুমিরটি দেখতে ভিড় জমায়।
আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা বন বিভাগের অফিসে জানান। এটি খুলনা বাগেরহাটের নদীর পানির কুমির হতে পারে।