বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তানু ভূঁইয়া নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে দশটার দিকে শহরের নাগেরবাজার বাসাবাটী এলাকার বগা ক্লিনিক সংলগ্ন চার রাস্তার মোড়ে দুর্বৃত্তরা খুব কাছে থেকে তাকে গুলি করলে ৪টি গুলি এপিঠ ওপিঠ হয়ে বেরিয়ে যায়। এ সময়ে স্থানীয়রা তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট রাজিয়া নাসের হাসপাতালে নিয়ে গেলে সেখানের তিনি মারা যান।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাট সদরের নাগেরবাজার-বাসাবাটী এলাকার মৃত রব ভূঁইয়ার ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াকে (৩৫) একই এলাকার টুটুল শেখের ছেলে ফরিদ (২৯) পূর্ব শত্রুতার জের ধরে বাসাবাটী-নাগেরবাজার বগা ক্লিনিক সংলগ্ন চৌরাস্তার মোড় এলাকায় গুলি করে। গুলিতে নিহত তানু ভূঁইয়ার নামে বিভিন্ন সময়ে দায়েরকৃত আটটি মামলা এবং ফরিদের নামে হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট আসামী ফরিদকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে। লাশ বাগেরহাট মর্গে রয়েছে।