শিরোনাম:
জার্মানিতে স্টুডেন্ট ভিসা যোগ্যতা | জার্মানিতে স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস  ইতালি ভিসা খরচ | ইতালি ভিসার ধরনসমূহ | আবেদনের উপায়  কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনে যা যা করবেন কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত 

মালয়েশিয়ায় স্বর্ণপদক পেলেন বাংলাদেশি গবেষক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
বাংলাদেশি প্রবাসি গবেষক ড. লায়লা নাহার।
বাংলাদেশি প্রবাসি গবেষক ড. লায়লা নাহার।

মালয়েশিয়ায় স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি প্রবাসী গবেষক ড. লায়লা নাহার। গত ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতানে (UMK) শুরু হয় আন্তর্জাতিক সম্মেলন।

এ সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মাঝে মন্ত্রণালয় থেকে পদক প্রদান করা হয়। গ্রিন টেকনোলজি ব্যবহার করে স্বাস্থ্যকর মাশরুম ক্র্যাকারর্স উদ্ভাবনে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে এ স্বর্ণপদক পান তিনি।

গত ৩ নভেম্বর সম্মেলনের শেষদিন ড. লায়লা নাহারসহ ইউএমকে বিশ্ববিদ্যালয়ের ৮ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। স্বর্ণপদক প্রদানের সময় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতানের উপ-উপাচার্য অধ্যাপক ড. রাজলি বিন চী রাজাক, মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব দাতুক ড. মোহাম্মদ জাবরি বিন ইউসুফ, ডাইরেক্টর অফ রিসার্চ এন্ড ইনোভেশনের অধ্যাপক ড. আহমাদ জাইদ বিন সোলাইমান, ইউএমকের ডাইরেক্টর অফ আইসিডির ড. জুলি বিনতে মোহাম্মাদ।

প্রতি দুই বছর পরপর মালয়েশিয়ার সকল সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান, পলিটেকনিক, কমিউনিটি কলেজ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্কুল, শিল্প ও এজেন্সির বাছাইকৃত গবেষকদের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের এ পদক দেওয়া হয়।

ড. লায়লা নাহার রাজশাহী পিএন গার্লস হাইস্কুল থেকে ১৯৯৫ সালে মাধ্যমিক এবং ১৯৯৭ সালে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১১ সালে বিশ্ববিদ্যালয় পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) থেকে মাইকোলজি অ্যান্ড প্ল্যান্ট প্যাথলজির উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে ইউএমকে বিশ্ববিদ্যালয়ে কৃষিপ্রযুক্তি প্রোগ্রামে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ড. লায়লা নাহার বলেন, ‘আমার এই সাফল্যর পেছনে আমার মা-বাবার এবং স্বামী সাইনুল ইসলামের অনুপ্রেরণা ও সাহস রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি গবেষকরা সুনামের সঙ্গে কাজ করছেন। মালয়েশিয়াতেও ব্যতিক্রম নয়। তার প্রমাণ দিতে পেরে আমি গর্ববোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ