যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হচ্ছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এই নির্বাচনে হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি মার্কিনিদের ওপর গুরুতর প্রভাব ফেলবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিবিসি জানিয়েছে, শেষ মুহূর্তে ভোটারদের চাঙ্গা করতে চূড়ান্ত প্রচারাভিযানও চালিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের ব্যালট নেই। এটি শুধু কংগ্রেসের নির্বাচন। যেটির দুটি অংশের মধ্যে একটি হলো হাউস অব রিপ্রেজেনটেটিভ এবং অপরটি সিনেট।
দুই বছর অন্তর হয় সংসদীয় এই ভোট। প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে হয় বলে এটিকে মধ্যবর্তী মেয়াদের নির্বাচন বলা হয়।
এই নির্বাচনের ফলে কংগ্রেসে সিদ্ধান্ত হবে বিভিন্ন অঙ্গরাজ্যে আইনসভা ও গভর্নরের কার্যালয় কে নিয়ন্ত্রণ করবে। প্রতিটি অঙ্গরাজ্যে দুজন সিনেটর থাকেন, যারা ছয় বছর মেয়াদের জন্য হন।