চার নেতা হত্যার আসামিদের ফিরিয়ে আনতে তৎপরতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে দন্ডিত পলাতক আসামিদের ফিরিয়ে আনতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের জন্য একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বকশিবাজারের পুরাতন কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে।

এ সময় জেল হত্যার প্রকৃত ইতিহাস আজও উন্মোচিত হয়নি উল্লেখ করে একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদে ছেলে সোহেল তাজ ।

এর আগে কারাগারের চার নেতার স্মৃতি বিজড়িত জাদুঘর পরিদর্শন করেন তারা। এছাড়াও কারাগারে বঙ্গবন্ধু যে বন্দি থাকা কক্ষ পরিদর্শন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রীসহ চার নেতার পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ