শিরোনাম:

মোংলায় ট্রলার ডুবির ঘটনায় ২১ জনকে উদ্ধার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
মোংলায় ট্রলার ডুবির ঘটনায় ২১ জনকে উদ্ধার

বাগেরহাটের মোংলায়  ২২ জেলেসহ ট্রলার ডুবির ঘটনায় ২১ জনকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। এখনও নিখোঁজ রয়েছে একজন।

২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার (১৮ সেপ্টেম্বর) ট্রলারটি ভোলা জেলার মনপুরা থেকে ২২ জন জেলেমাঝি নিয়ে সমুদ্রে গমন করে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে কতুবদিয়া, চট্টগ্রাম অঞ্চল হয়ে ভাসতে ভাসতে মোংলা ফেয়ারওয়ে বয়ের অদুরে আসে। ফিশিং বোটটি সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাং-এর কবলে পড়ে এবং উত্তাল সমুদ্র ও বৈরী আবহাওয়ায় ডুবে যায়। ট্রলারটিতে অবস্থানকারী ২২ জন জেলের মধ্যে ২১ জন জেলেকে মোংলা পোর্টের সহায়তায় মার্চেন্ট শিপ কর্তৃক সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করে কোস্টগার্ড।

জানা যায়, তাদের সাথে থাকা আরও ১ জন নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক উল্লিখিত মার্চেন্ট শিপ হতে ২১ জন জেলেকে হারবারিয়া থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গ্রহণ করা হয়। উদ্ধারকৃত ২১ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড বার্থ মোংলায় নিয়ে আসা হয় এবং বোটের মালিক ও পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিখোঁজ ১ জন জেলেকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ