সুইডেনের তৃতীয় বৃহত্তম দল মডারেট পার্টির দলনেতা উলফ ক্রিস্টারসন দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। সোমবার আইনসভায় ভোটাভুটির মাধ্যমে তাকে আগামী চার বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
আইনসভায় মডারেট, ক্রিস্ট ডেমোক্র্যাট ও লিবারেল এই তিন দলের সমন্বয়ে সরকার গঠনের সিদ্ধান্ত হলেও ৭৩টি আসনের অধিকারী উগ্রপন্থী সুইডেন ডেমোক্র্যাটদের প্রত্যক্ষ সমর্থন ছাড়া ক্রিস্টারসনের সরকার গঠন সম্ভব হতো না।
সুইডেনে প্রতি চার বছর পর জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সময়ে ইউনিয়ন এবং জেলা কাউন্সিল নির্বাচন হয়।