শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

জার্মানে থাকতে হলে যেসব মোবাইল অ্যাপ ডাউনলোড না করলেই নয় 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
জার্মানি যাওয়ার সহজ ৬ উপায়

 

জার্মানিতে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করছেন? যদি করে থাকেন সেক্ষেত্রে দরকার পরিপূর্ণ প্ল্যানিং। কারণ জার্মানিতে আসার পর নতুন পরিবেশে অভ্যস্ত হওয়াটা যথেষ্ট কঠিন মনে হতে পারে। সঠিক পরিকল্পনা এবং গুছানোর জিনিসপত্র না থাকলে দেখবেন সবকিছু এলেমেলো হয়ে যাচ্ছে। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। কিন্তু বুদ্ধি থাকলে ঠিকই ফোনে থাকা অ্যাপ থেকেও অনেক গাইডলাইন পেতে পারেন৷ চলুন তবে আজ তারই অংশ হিসাবে বেশকিছু মোবাইল অ্যাপ ডাউনলোডের খবর শোনাই! যা জার্মানে বাস করতে হলে মাস্ট লাগবে। 

 

১. চলাফেরার জন্য অ্যাপ

জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্ট খুব হাই লেভেলের৷ তাছাড়া এসবে করে আপনি টাইমলি অফিসে বা ভার্সিটিতে পৌঁছাতে পারবেন। সঠিক সময়ে নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর জন্য আপনাকে বেশকিছু অ্যাপ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন: 

 

DB Navigator: DB Navigator জার্মানের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম প্রধান পাবলিক ট্রান্সপোর্ট অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনি ট্রেন, বাস, ট্রাম এবং লোকাল বিভিন্ন গাড়ি ইউজ করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে আপনি: 

 

  • টিকিট কিনতে পারবেন
  • যাতায়াতের রুট দেখতে পারবেন
  • ট্রেন বা বাসের সময়সূচি জানতে পারবেন

 

বি: দ্র: জার্মানির লোকাল পাবলিক ট্রান্সপোর্ট অ্যাপ হিসাবে চাইলে হামবুর্গের জন্য HVV App, বার্লিনের জন্য BVG Fahrinfo এবং মিউনিখের MVG Fahrinfo অ্যাপ ব্যবহার করতে পারেন। লোকালি এই অ্যাপগুলো DB Navigator-এর থেকেও অনেক ভালো কাজ করে।

 

FlixBus এবং FlixTrain: FlixBus এবং FlixTrain হচ্ছে যারা লং জার্নি করবেন তাদের জন্য। তাছাড়া এসব অ্যাপে আপনি অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইজে বিভিন্ন ট্রান্সপোর্ট সার্ভিস পেয়ে যাবেন। জার্মানির বিভিন্ন শহর এবং ইউরোপের অন্যান্য দেশে এসব অ্যাপের প্রচুর ব্যবহারই প্রমাণ করে অ্যাপ হিসাবে এসব অ্যাপ মোটেও খারাপ নয়! 

 

Google Maps: গুগল ম্যাপস সম্পর্কে কোনো আইডিয়া নেই এমন কাউকে হয়তো আজকাল পাওয়াই পাবে না৷ লোকেশন এবং রুট চেক করার জন্যে এই মোবাইল অ্যাপটি চাইলেই ডাউনলোড করে রাখতে পারেন। পাশাপাশি কাছের  দোকান, রেস্টুরেন্ট খুঁজে পেতে বা বাস কিংবা ট্রেনের স্টপেজ সহজে চিনতে এই অ্যাপ ভালোই কাজ করে। 

 

HERE WeGo: HERE WeGo আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ আপনাকে ম্যাপ ডাউনলোড করিয়ে দিয়ে ইন্টারনেট ছাড়াই আপনাকে রুটঘাট চিনতে হেল্প করবে। 

 

২. খাবার অর্ডারের জন্য অ্যাপ

জার্মানে ইজিলি কোনো ঝামেলা ছাড়াই খাবার অর্ডারের জন্য অ্যাপ হিসাবে Lieferando ইউজ করতে পারেন। Lieferando অ্যাপে আপনি: 

 

  • কাছের রেস্টুরেন্টের মেনু দেখতে পারবেন
  • অনলাইন পেমেন্ট করতে পারবেন
  • যেকোনো সময় খাবার অর্ডার করতে পারবেন

 

৩. কেনাকাটার জন্য অ্যাপ

আপনি কি জার্মানে কেনাকাটার জন্য ভালো কোনো অ্যাপ খুঁজছেন? যদি খুঁজে থাকেন সেক্ষেত্রে eBay Kleinanzeigen ইউজ করতে পারেন। জার্মানিতে পুরনো জিনিস কেনা-বেচার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসাবে এই অ্যাপটি কিন্তু দারুণ! তাছাড়া কম প্রাইজে ভালো ভালো প্রোডাক্ট এখানে পাবেন। আর হ্যাঁ! দরকার পড়লে নিজের পুরোনো, কাজে লাগে না এমন প্রোডাক্টও সেল করা যাবে এখানে৷ 

 

eBay Kleinanzeigen ইউজ করার পাশাপাশি কেনাকাটা করতে Amazon.de অ্যাপটিও ইউজ করতে পারেন। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে এখানে পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। লোকাল প্রোডাক্ট কেনাকাটার ক্ষেত্রে জার্মানে Amazon.de সবচেয়ে বেশি চলে এখন! 

 

৪. বাসা খোঁজার জন্য অ্যাপ

জার্মানে গিয়ে নতুন নতুন কোনো মানুষ নতুন নতুন সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে বাসা খোঁজা নিয়ে। এক্ষেত্রে হাতে থাকা ফোনের সাহায্যে ImmobilienScout24 অ্যাপ ব্যবহার করে কাজটাকে আরো সহজ করে ফেলা যায়। আর যদি আর্জেন্ট কোনো রুমম্যাট লাগে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন WG-Gesucht অ্যাপ। 

 

৫. পেমেন্ট ও ব্যাংকিং অ্যাপ

এবার আসি পেমেন্ট ও ব্যাংকিং অ্যাপ নিয়ে। জার্মানি মুদ্রা ভাঙানোর ঝামেলা এড়িয়ে সরাসরি অনলাইনে পে করতে অনলাইন পেমেন্টের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যাপ PayPal এর সাহায্য নিতে পারেন৷ ই-কমার্স সাইটে নিরাপদে পেমেন্ট করতে এই অ্যাপই হতে পারে পার্ফেক্ট চয়েজ। তাছাড়া ব্যবহার করতে পারেন N26 এবং Revolut অ্যাপ। এগুলি মূলত জার্মানির ডিজিটাল ব্যাংকিং অ্যাপ হিসাবে কাজ করে থাকে। বিশেষ করে নতুনদের জন্য এগুলিতে ইজি নেভিগেশন সিস্টেমও এড করা আছে। আশা করি ভালো লাগবে। 

 

৬. আবহাওয়ার জন্য অ্যাপ

এক্ষেত্রে ব্যবহার করতে পারেন Wetter.com বা AccuWeather। মনে রাখবেন জার্মানির আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। তাই আপডেটেড থাকার জন্য আবহাওয়ার অ্যাপ থাকা জরুরি।

 

পাশাপাশি জার্মানিতে সাশ্রয়ী ইন্টারনেট, মোবাইল প্ল্যান কিনতে Verivox এবং Check24 অ্যাপের সাহায্য নিতে পারেন। ভাষা শেখার জন্য অ্যাপ হিসাবে ডাউনলোড করতে পারেন Google Translate। অথবা Duolingo এবং Babbel। 

 

তাছাড়া বেঁচে যাওয়া খাবার কম দামে কিনতে Too Good To Go, পুরানো কাপড় কেনা-বেচার জন্য Vinted, পার্সেল ট্র্যাকিং এবং পোস্ট অফিস খুঁজে বের করার জন্য Deutsche Post অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। সবসময় নিজে যে শহরে থাকছে সে শহরের জন্য অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করুন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ