কানাডা শ্রমিক ভিসা পরিচিতি | আবেদন | খরচ এবং বেতন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

 

শান্তি কিংবা উন্নতি যেকোনো দিক দিয়েই দেশ হিসাবে কানাডা সেরা। যেখানে কাজ করে আজকাল অনেকেই নিজের পরিস্থিতির পরিবর্তন করেছেন। 

 

আপনিও যদি জীবনে তাদের মতো সফল হতে চান সেক্ষেত্রে কানাডা শ্রমিক ভিসায় আবেদন করে কাজ শুরু করতে পারেন। 

 

আর এই মিশনে নিজেকে সফল করতে জেনে নিন কানাডা শ্রমিক ভিসা পরিচিতি, আবেদন যোগ্যতা, ডকুমেন্টস এবং প্রাইজ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য। 

 

কানাডা শ্রমিক ভিসা পরিচিতি 

সর্বনিম্ন বেতন ৫০,০০০ টাকায় কানাডায় কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কানাডা শ্রমিক ভিসা পেতে হবে। একেবারে সহজ বাংলায় কাজ করার জন্য কানাডায় যেতে যে ভিসার প্রয়োজন হয় সেই ভিসাকে কানাডা শ্রমিক ভিসা বলে। 

 

আর এই কানাডা শ্রমিক ভিসা আপনি চাইলে ২ টি উপায়র পেতে পারেন। একটি হলো সরকারি উপায়ে এবং আরেকটি হলো বেসরকারি উপায়ে। 

 

মনে রাখবেন সরকারি উপায়ে কানাডা শ্রমিক ভিসা পাওয়ার চাইতে বেসরকারি উপায়ে কানাডা শ্রমিক ভিসা পাওয়ার খরচটা তুলনামূলকভাবে অনেক বেশি। 

 

কানাডা শ্রমিক ভিসা যোগ্যতা

কানাডা শ্রমিক ভিসা পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো নির্দিষ্ট যোগ্যতা মাথায় রাখতে হয় না। তবে অন্যান্য দেশের ভিসার মত এই দেশের ভিসা পেতে হলেও আপনাকে যেকোনো একটি কাজে দক্ষতা হবে। 

 

আর এই দক্ষতার প্রমাণস্বরূপ আপনাকে যেকোন কাজ রিলেটেড সার্টিফিকেট শো করাতে হবে।  

 

কানাডা শ্রমিক ভিসা ডকুমেন্টস

যেহেতু প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে কানাডা শ্রমিক ভিসা কালেক্ট করতে হবে সেহেতু আপনাকে জানতে হবে কানাডা শ্রমিক ভিসা ডকুমেন্টসগুলো কি কি। মূলত এই অফিসিয়াল কাজে আপনার প্রয়োজন পড়বে: 

  • বৈধ এবং মেয়াদ আছে এমন পাসপোর্ট 
  • আপনি যে কাজটির অফার পেয়েছেন সেই কাজ সম্পর্কিত ডকুমেন্ট
  • আপনার মেডিকেল টেস্টের রিপোর্ট 
  • আপনার LMIA রিপোর্ট
  • ইংরেজি এবং ফরাসি ভাষায় আপনার দক্ষতার প্রমাণ 
  • আপনার ব্যাংকের বর্তমান ফাইনান্সিয়াল রিপোর্ট 
  • কাদের সাথে প্রাসঙ্গিক যোগ্যত, শিক্ষা এবং অভিজ্ঞতা 
  • সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে এমন কোন পাসপোর্ট সাইজের ছবি  

 

কানাডা শ্রমিক ভিসা আবেদন 

কানাডা শ্রমিক ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন সেই সম্পর্কে জানবেন! এবারে চলুন এক নজরে কানাডা শ্রমিক ভিসা আবেদন কিভাবে করতে হয় সে ব্যাপারে জানি। মূলত এই ভিসা পেতে হলে আপনাকে: 

  • রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে 
  • ওয়েবসাইটটিতে কানাডা শ্রমিক ভিসা আবেদনের একটি ফরম পাবেন এবং আপনাকে সেটি পূরণ করে জমা দিতে হবে 
  • অনলাইন ফরম পূরণ করার পর আপনাকে নিজ দেশে কানাডিয়ান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আরো একবার অফলাইন আবেদন করে নিতে হবে 
  • সবশেষে আবেদন ফি ক্লিয়ার করে আবেদনের পত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিয়ে তা জমা দিতে হবে নিকটস্থ কানাডিয়ান কনস্যুলেটে 

 

কানাডা শ্রমিক ভিসা প্রাইজ 

বলে রাখা ভালো যারা সরকারিভাবে কানাডা শ্রমিক ভিসা ম্যানেজ করতে পারবেন তাদের খরচের পরিমাণটা কিছুটা কম আসবে। সরকারিভাবে কানাডা শ্রমিক বিচার বর্তমান প্রাইজ হলো ৫ থেকে ৬ লক্ষ টাকার মতো। 

 

অন্যদিকে যারা সরকারিভাবে আবেদন করার পরও ভিসা পাবেন না তাদের বেসরকারিভাবে আবেদন করার প্রয়োজন পড়বে। এক্ষেত্রেই ইজিলি আপনাকে ৮ থেকে ১০ লক্ষ টাকার মতো খরচ করতে হবে। 

 

কানাডা শ্রমিক ভিসা কাজ এবং বেতন

কানাডার শ্রমিক ভিসায় আপনি বিভিন্ন কাজ করার সুযোগ পাবেন। আসুন মাসিক বেতন অনুসারে এসব কাজ সম্পর্কে জানি: 

  • সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ: ২,৫০,০০০/- থেকে ৪,১০,০০০/- 
  • রেস্টুরেন্টের কাজ: ৮০,০০০/- থেকে ১,০০০০০০/-
  • মার্কেটিং ম্যানেজিংয়ের কাজ: ২,৫০,০০০/- থেকে ৪,১০,০০০/- 
  • সেলস রিপ্রেজেনটেটিভ: ৮০,০০০/- থেকে ১,০০০০০০/-
  • হেল্থ সেক্টরের কাজ: ২,৫০,০০০/- থেকে ৪,১০,০০০/- 
  • কৃষিকাজ: ৬৫,০০০/- থেকে ৯৫,০০০/-
  • ওয়েল্ডিংয়ের কাজ: ৮০,০০০/- থেকে ১,০০০০০০/-
  • গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ: ২,৫০,০০০/- থেকে ৪,১০,০০০/- 
  • হোটেল বয়ের কাজ: ৬৫,০০০/- থেকে ৯৫,০০০/-
  • একাউন্টের কাজ: ৮০,০০০/- থেকে ১,০০০০০০/-
  • ওয়েব ডিজাইনিংয়ের কাজ: ২,৫০,০০০/- থেকে ৪,১০,০০০/- 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ