ইংরেজিতে বহুল ব্যবহৃত বিউটিকেয়ার বা সৌন্দর্যচর্চা মানেই আমরা বুঝি সুন্দরের চর্চা, সেটা হোক যে কোন কিছুর। হতে পারে সেটা ত্বকের, অথবা মুখের কিংবা চুলের। কিন্তু ত্বকচর্চার জন্যে শুধু যে দু একটা জিনিস কিনলেই সব হয়ে যায় এমনটা নয় কিন্তু আপনাকে ধাপে ধাপে কয়েকটি প্রোডাক্ট সমন্বিতভাবে ব্যবহার করতে হয়। একে একে সবগুলো প্রোডাক্ট কেনা যেমন ব্যয়বহুল তেমনি কোনটার পর কোন স্টেপ সেটা নিয়েও আপনাকে পরতে হয় নানারকমের বিড়ম্বনায়। বাজারে নানা রকমের স্কিন কেয়ারের কিট পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে অনেক প্রোডাক্ট কিট আপনার জন্যে উপযোগী নাও হতে পারে। আজকের আলোচনায় আমরা এই কিটগুলোর খুঁটিনাটি নিয়েই বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন
বিউটিকেয়ার প্রোডাক্ট কিট কি?
বিউটি প্রোডাক্ট মানেই হচ্ছে সবরকমের সৌন্দর্যচর্চার সামগ্রী এবং সেটা পা হতে মাথা পযর্ন্ত যে কোন কিছুরই হতে পারে। ত্বকের যত্নে ব্যবহৃত প্রতিটি স্টেপ যেমন ক্লিনজার, টোনার, সিরাম, মশ্চেরাইজার এর একটি সমন্বিত প্যাকেজকে স্কিন কেয়ার কিট বলা হয়। আবার যখন বডিকেয়ারের কিট আসে তখন একটি স্ক্রাব, বডিওয়াশ, বডি ওয়েল, লোশন এই ধাপগুলো একে একে চলে আসে। মূলত ত্বক ও শরীরের জন্যে ব্যবহৃত আলাদা আলাদা পণ্যগুলোকে একত্রিত করে একটি প্যাকেজ তৈরিকেই বিউটিকেয়ার প্রোডাক্ট কিট বলা হয়ে থাকে।
বিউটিকেয়ার কিটের ক্যাটাগরি বা প্রকারভেদ
মূলত পাঁচ ধরনের বিউটিকেয়ার কিট বাজারে পাওয়া যায়। নিচের এই শ্রেণীবিভাগটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন।
১. বেসিক স্কিন কেয়ার কিট
সবথেকে বেশি ব্যবহৃত কিটের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বেসিক স্কিন কেয়ার কিট। এখানে আপনি সবরকমের মেকাপ রিমুভের স্টেপ থেকে শুরু করে একটি বেসিক কেয়ারের রুটিনের জন্যে যা যা পণ্য ব্যবহার করতে হয় সব পেয়ে যাবেন। তবে বেসিক স্কিন কেয়ার শুধুমাত্র তাদের জন্যেই যাদের মুখে কোন ব্রণ, দাগ এবং পোরসের সমস্যা নেই।
২. একনি, স্ক্যার, পোর স্কিন কেয়ার কিট
একনি, পোরস, স্ক্যারস এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্যে রয়েছে এই কিটটি। এই কিটে আপনার ত্বকের ব্রণ, দাগ, ও হাইপারপিগমেন্টেশনের জন্যে ব্যবহৃত ধাপসমূহ বিস্তারিতভাবে দেওয়া থাকে। এই ধরনের কিটে আপনি ব্যবহারের জন্যে একটি ক্লিনজার, টোনার, ডে ক্রিম, এবং একটি নাইট ক্রিম পাবেন।
৩. হেয়ারফল কন্ট্রোল, হেয়ার গ্রোথ কিট
চুলের গ্রোথ কে আরও ত্বরান্বিত করতে এবং চুল পড়া সমস্যা থেকে পরিত্রান পেতে আপনি এই কিটটি ব্যবহার করতে পারেন। এই কিটে একটি হেয়ার ওয়েল, হেয়ার শ্যাম্পু, সিরাম, কন্ডিশনার থাকে যা আপনার চুলের গোড়াকে মজবুত এবং শক্ত করতে সহায়তা প্রদান করে থাকে।
৪. বডি কেয়ার কিট
বডিকেয়ারের জন্যে যা যা দরকার সব ধরনের পণ্যসামগ্রী পাবেন এই কিটের মধ্যে। এই ধরনের কিটে রয়েছে একটি বডিওয়াশ, বডিস্ক্রাব, মিস্ট, বডি লোশন এবং বডি ওয়েল।
৫. হাইজেনি মেইনটেইন কিট
স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে থাকে হাইজেনি মেইনটেইন কিট। এই কিট হতে পারে যে কোন ধরনের যেমন হতে পারে এটা বডি হেয়ার রিমুভাল, আফটার পিরিয়ড হাইজেনি কিট অথবা অন্যান্য। এছাড়াও ডেন্টাল কেয়ার কিট, এয়ার কেয়ার কিট, নেইল কেয়ার কিট ইত্যাদি।
বিউটিকেয়ার কিট কেন ব্যবহার করবেন?
একটি কিটের মধ্যে আপনি একদিকে যেমন অনেকগুলো পণ্য একসাথে পাচ্ছেন তেমনি এই পণ্যগুলো দামেও সাশ্রয়ী। আবার একটি বিউটি কেয়ার এর মধ্যে অনেকগুলো ধাপ মেনে চলতে হয় বলে এগুলোকে আপনি সহজে বূঝতে নাও পারেন। এজন্যে কোনটার পর কোন ধাপ সেটা সহজে বুঝতে বিউটিকেয়ার কিটের জুড়ি নেই। আবার আপনি যদি একেবারেই আনাড়ি হয়ে থাকেন বিউটিকেয়ার কিট আপনাকে সবগুলো পণ্যকে প্রয়োজন অনুসারে ব্যবহারের গাইডলাইন প্রদান করবে।
পরিশেষে,
অন্যান্য প্রোডাক্ট ক্রয়ের দামের তুলনায় আজকাল বিউটি কেয়ার কিট সাশ্রয়ী হওয়ায় টিন এজ থেকে শুরু করে তরুণ-তরুণী সকলের পছন্দের তালিকায় সবসময়ই থাকে এই বিউটিকেয়ার কিট। যে কোন বিউটিকেয়ার কিট মূলত তিন থেকে চারমাস কন্টিনিউ করা যায় ফলে কম দামে অনেকগুলো পণ্য থাকায় সবাই এই কিটটিকে বেশি পছন্দ করে থাকেন। তাই আর দেরি না করে আজকেই আপনার পছন্দসই বিউটিকেয়ার কিট সূলভ মূল্যে নিতে পারবেন বিডিস্টলরে ওয়েবসাইট থেকে।