সর্বজনীন পেনশন কর্মসূচির স্কিমে নিবন্ধনের সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে। শুকবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছে অর্থবিভাগের দায়িত্বশীল সূত্র।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন। এদিন এই স্কিমে প্রায় ৮ হাজার মানুষ নিবন্ধন করেন বলে জানা গেছে।
শুক্রবার সরকারি অফিস বন্ধ থাকলেও নিবন্ধন কার্যক্রম চালু ছিল। প্রথম দিন নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদাও পরিশোধ করেন ১৭০০ জন। তবে শুক্রবার কতজন চাঁদা পরিশোধ করেছেন তা জানা যায়নি।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা শুক্রবার জানান, বৃহস্পতিবার পেনশন কর্মসূচির উদ্বোধনের পর বিকাল পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষ নিবন্ধন করেন।
পরে রাত ১২টা পর্যন্ত সেটি বেড়ে ৮ হাজারে দাঁড়ায়। এদিন ১ হাজার ৭০০ জন পেনশনের চাঁদা পরিশোধ করেন। যেহেতু পেনশনের নিবন্ধন থেকে শুরু করে চাঁদা পরিশোধের পুরো প্রক্রিয়াটি অনলাইনে দিনরাত ২৪ ঘণ্টাই করা যাচ্ছে, তাই আবেদনকারীর সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। তিনি বলেন, প্রথম দিনের সাড়া উৎসাহব্যঞ্জক।