কুমিল্লায় প্রবাসী স্বামীর কাছে ভিডিও প্রকাশের হুমকি, তরুণীর আত্মহত্যা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
প্রবাসী স্বামী

কুমিল্লার দেবিদ্বারে অন্তরঙ্গ মুর্হুতের ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠানোর হুমকি দেওয়ায় এক তরুণীর স্ত্রীর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

google newsFollow us on google news

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার থানা পুলিশ পৌরসভার ভুষণা এলাকার সৎ বাবার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত স্বর্ণালী আক্তার (২১) মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে এবং দেবিদ্বার উপজেলার ধামতি চৌধুরী বাড়ির সৌদি প্রবাসী মো. নজরুল ইসলামের স্ত্রী।

বুধবার দুপুরে ভুষণা এলাকায় সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, স্বর্ণালীর মা হালিমা বেগমের দ্বিতীয় বিয়ে হয় ভুষণা গ্রামের ইসমাইলের সাথে। এরপর থেকে স্বর্ণালী মাঝে মধ্যে সৎ বাবার বাড়িতে মায়ের কাছে আসত।  এদিকে স্থানীয় সুলতান মিয়া নামে এক ব্যক্তির সাথে স্বর্ণালীর মা হালিমা বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।

এই সুবাধে গত কয়েক মাস আগে স্বর্ণালী আক্তারের কাছে রাখা প্রবাসীর স্বামীর ৫ লক্ষ টাকা এনে সুলতানকে সুদে দেন হালিমা বেগম। গত মঙ্গলবার সন্ধ্যায় সুলতানের কাছে সুদের  ৫লক্ষ টাকা ফেরত চাওয়ায় সুলতান দিতে গড়িমশি করে  পরবর্তীতে সুদের টাকা খুঁজলে স্বর্ণালির গোপন ভিডিও তাঁর প্রবাসী স্বামী নজরুল ইসলামের কাছে পাঠাবেন বলেও হুমকি দেন। পরে স্বর্ণালি রাত ১২টার দিকে ঘরে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ