ব্যবসায়িক মানদন্ডে এসবের বেশিরভাগ মুভিই সফল। সস্তিকার সাথে সবার উপরে তুমি দিয়ে শুরু। শ্রাবন্তীর সাথে শিকারী দিয়ে তো শাকিব খান আলোড়ন ফেলে দিয়েছিল। রেকর্ড ব্যবসা করেছিল মুভিটি। শুভশ্রীর সাথে নবাব মুভিটিও দুর্দান্ত সফল। পাওলি দামের সাথে সত্তা শাকিব খানের অন্যতম প্রশংসিত মুভি।
সর্বশেষ ইধিকা পালের সাথে প্রিয়তমা তো ঢালিউডের বক্স অফিসের সমস্ত রেকর্ড ই ভেঙ্গে দিয়েছে। এছাড়া মুক্তির মিছিলে আছে দর্শনা বণিকের সাথে অন্তরাত্মা। অনন্য মামুন তার সাইকোপ্যাথ মুভিতে বলিউডের নায়িকা আনতে চলেছেন শাকিবের বিপক্ষে। জোর গুঞ্জন সেটা হতে পারে নেহা শর্মা।
ভারতীয় যত নায়িকার বিপরীতে শাকিব খান অভিনয় করেছেন বা করবেন
১. সস্তিকা মুখার্জি
মুভি:: সবার উপরে তুমি
(ইন্ডিয়ায় রিলিজ হয়েছে “আমার ভাই আমার বোন” নামে)
পরিচালক: এফ আই মানিক
মুক্তির সাল: ২০১০
২. শ্রাবন্তী চ্যাটার্জি
মুভি: শিকারী, ভাইজান এলো রে
পরিচালক: জয়দেব মুখার্জি,
জাকির হোসেন সীমান্ত
মুক্তির সাল: ২০১৬(শিকারী),
২০১৮(ভাইজান এলো রে)
৩. পাওলি দাম
মুভি: সত্তা
পরিচালক: হাসিবুর রেজা কল্লোল
মুক্তির সাল: ২০১৭
৪. শুভশ্রী গাঙ্গুলী
মুভি: নবাব, চালবাজ
পরিচালক: জয়দ্বীপ মুখার্জি
মুক্তির সাল: ২০১৭(নবাব), ২০১৮(চালবাজ)
৫. পায়েল সরকার
মুভি: ভাইজান এলো রে
পরিচালক: জয়দীপ মুখার্জি
মুক্তির সাল: ২০১৮
৬. নুসরাত জাহান
মুভি: নাকাব
পরিচালক: রাজিব বিশ্বাস
মুক্তির সাল: ২০১৮
৭. সায়ন্তিকা ব্যানার্জি
মুভি: নাকাব
পরিচালক: রাজিব বিশ্বাস
মুক্তির সাল: ২০১৮
৮. ইধিকা পাল
মুভি: প্রিয়তমা
পরিচালক: হিমেল আশরাফ
মুক্তির সাল: ২০২৩
৯. দর্শনা বণিক
মুভি: অন্তরাত্মা
পরিচালক: ওয়াজেদ আলী সুমন
*মুক্তি প্রতিক্ষিত
১০. নেহা শর্মা(সম্ভাব্য)
মুভি: সাইকোপ্যাথ
পরিচালক: অনন্য মামুন
*দ্রুতই শুটিং শুরু হবে