দিনাজপুরের খানসামায় অপহরণের পর বলাৎকার করে ৮ বছরের শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত শরীফুল ইসলামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শরীফুলের দেয়া তথ্যের ভিত্তিতে যুগিরঘোপা গ্রামে তার ভাড়া বাসা থেকে সোমবার (৫ ডিসেম্বর) রাত ১ টায় ঐ শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার হয়।
আটক শরীফুলের ইসলাম খানসামার আব্দুল মালেকের ছেলে । সে একটি কলেজে কম্পিউটার ট্রেড নিয়ে পড়ার পাশাপাশি কিছু ছাত্রকে কম্পিউটার প্রশিক্ষন দিতো।
২ ডিসেম্বর বিকেলে অপহরণের পর বলাৎকার করে মেরে ফেলে হয় শিশুটিকে। পরে শিশুটির বাবা খোঁজাখুজি করতে থাকলে শিশুর লাশ মাটিতে পুঁতে রাখে অপহরণকারী। পরে মুক্তিপণ দাবী করলে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারী শরীফুলকে চিহ্নিত করে লাশ উদ্ধার করে পুলিশ। একই সাথে সেই বাসা থেকে কম্পিউটার ও পর্নগ্রাফিসহ হার্ডডিস্ক পাওয়া যায়।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ।