স্কলারশিপ নিয়ে যারা বাইরের দেশে পড়াশোনা করতে চান, আর্টিকেলটি তাদের জন্য। আজ আমরা শেয়ার করবো কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় সে-বিষয়ে একটি গাইডলাইনভিত্তিক আলোচনা। যেখানে এমন কিছু দেশের খোঁজ দিবো যেখানে স্কলারশিপ পেতে আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। তবে চলুন মূল আলোচনায় ফোকাস করা যাক।
তবে আর্টিকেলটির মূল অংশে যাওয়ার আগে বলে নিই বাণিজ্যিক এবং অলাভজনক সংস্থাগুলি বর্তমানে ফ্রিতে কিংবা কম খরচে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে আপনি যে সময়ে আবেদন করবেন কিংবা পড়বেন সে সময়ের আপডেট স্কলারশিপ নিউজগুলি নিয়ে রিসার্চ করে নিবেন। আশা করি মনের মতো দেশ এবং লিমিটেড বাজেটের কম্বোটুকু পুরোপুরি উপভোগ করার সুযোগ সৃষ্টি হবেই।
জার্মানিতে সহজে স্কলারশিপ পাওয়ার উপায়
ফ্রান্সে সহজে স্কলারশিপ পাওয়ার উপায়
পোল্যান্ডে সহজে স্কলারশিপ পাওয়ার উপায়
ইতালিতে সহজে স্কলারশিপ পাওয়ার উপায়
সহজে স্কলারশিপ পাওয়ার টিপসগুলি কি কি?
যারা কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় সে চিন্তা নিয়ে পড়ে আছেন তারা জার্মানি নিয়ে ভাবতে পারেন। সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে ভর্তির জন্য এই দেশটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলে রাখা ভালো জার্মানিতে প্রায় সব বিশ্ববিদ্যালয়ই বিনামূল্যে পড়ার সুযোগ থাকে। এছাড়াও দেশের বৃহত্তম স্কলারশিপ ফান্ড DAAD দেশটিতে একজন শিক্ষার্থী হিসাবে জীবনযাত্রার খরচ মেটানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থও প্রদান করে থাকে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই DAAD বৃত্তি শুধুমাত্র স্নাতকোত্তর ডিগ্রী আবেদনকারীদের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে আপনাকে ১ বছরের স্নাতক স্তরের কোর্সগুলি সম্পূর্ণ করতে হবে। অথবা একজন শিক্ষার্থী হিসাবে জার্মান স্টুডিয়েনকোলেগ কলেজে ভর্তি হতে হবে৷ এছাড়াও মাথায় রাখতে হবে এই বৃত্তির জন্য শুধুমাত্র দ্বিতীয় বা তৃতীয় বর্ষের স্নাতকবর্ষের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় সে-সম্পর্কিত আমাদের আজকের এই আর্টিকেলে এবারে জানবো ফ্রান্সের বিভিন্ন স্কলারশিপ নিয়ে। শুরুতেই বলে রাখি ফ্রান্সে বেশিরভাগ শিক্ষামূলক প্রোগ্রাম বিনামূল্যেই আয়োজিত হয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে আপনার পড়াশোনার ডিটেইলস, আগ্রহ থাকা প্রোগ্রাম, খরচের পরিমাণ, ইনকামের পরিমাণ এবং ব্যাংক ব্যালেন্স শো করাতে হবে। সবশেষে বিস্তারিত জানিয়ে এবং একটি আবেদনপত্র রেডি করে রাষ্ট্রীয় বৃত্তির জন্য তা পাঠাতে হবে।
আপনি কিন্তু ফ্রান্সে বেশ কয়েকটি বৃত্তি একসাথে উপভোগ করতে পারবেন না। দেশটিতে একের অধিক বৃত্তি উপভোগের কোনো সুযোগ নেই। আর কেউ যদি গোপনে একের অধিক বৃত্তির সুবিধা ভোগ করে থাকে সেক্ষেত্রে ধরা পড়লে তাকে শাস্তি পেতে হবে।
যারা স্কলারশিপ নিয়ে ফ্রান্সে পড়াশোনা করতে চান তারা জনপ্রিয় বৃত্তিটি ট্রাই করতে পারেন। এই বৃত্তি পেতে হলে আপনাকে আবেদন করতে হবে। সেই আবেদন গ্রহনযোগ্যতা পেলে ৯ মাসের জন্য আপনি ৭০০ ইউরো করে বৃত্তি পাবেন। যা আপনার লেখাপড়ার খরচ কমাতে সাহায্য করবে।
যারা কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় তা নিয়ে চিন্তায় আছেন তারা পোল্যান্ডের স্কলারশিপ এবং বৃত্তির সুবিধা ভোগ করতে পারেন। মূলত পোলিশ বিশ্ববিদ্যালয়গুলি কতৃপক্ষ সিআইএস দেশগুলির বিদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং শিক্ষাদান অনুদান প্রদান করে থাকে। এর যেকোনো একটি বৃত্তির সুবিধা ভোগ করতে হলেও আপনাকে আবেদন করতে হবে।
পোল্যান্ডে যারা স্কলারশিপ নিয়ে পড়তে চান তাদের বৃত্তির আবেদনের জন্যে পোলিশ ভাষায় দক্ষতার স্তর নিশ্চিত করতে একটি ভাষা প্রশংসাপত্র পেশ করতে হবে। সাথে প্রয়োজন পড়বে টেস্টিমোনিয়াল, মোটিভেশনাল লেটার।
পোল্যান্ডে যারা শিক্ষা বৃত্তি নিয়ে থাকে তাদের পুরো টিউশনকেই ফ্রি করে দেওয়া হয়। এছাড়াও পড়াশোনা শুরু করার আগে এবং ক্লাস নেওয়ার সময় উভয় ক্ষেত্রেই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন যেকেউ। বিশেষ করে দেশটিতে অধ্যয়নের সময়, একজন শিক্ষার্থীর সামাজিক বৃত্তির জন্য আবেদন করার সুযোগ থাকছে। এক্ষেত্রে অর্থের পরিমাণ হিসাবে থাকবে বাৎসরিক ফলাফল হিসাবে ৩০০ থেকে ৯০০ জল্টির মতো অর্থ।
ইতালিতে, তুলনামূলকভাবে কম টিউশন ফি (প্রতি বছর গড়ে €১-২ হাজার) ছাড়াও, সারা বিশ্ব থেকে অনেক শিক্ষার্থীর আর্থিক কষ্ট মেটাতে বৃত্তি জেতার বা বৃত্তির টাকা ভোগ করার সুযোগ রয়েছে। পাশাপাশি একজন শিক্ষার্থী হিসাবে দেশটিতে থাকার খরচও বেশ কম।
এক্ষেত্রে বলে রাখা ভালো যারা দেশটির বৃত্তির টাকা পেতে চান তাদের অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন প্যাকেজের সাথে, পরিবারের বার্ষিক আয় সম্পর্কেও তথ্য প্রদান করতে হবে। আপনি বৃত্তি পাবেন কিনা পাবেন না কিংবা বৃত্তির পরিমাণ কতটুকু হবে তা নির্ভর করবে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ইনকামের পরিমাণের উপর।
কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় সে-সম্পর্কে তো জেনে নিলেন। এবার পছন্দের দেশটি নির্বাচন করে প্রস্তুতি নেওয়ার পালা। সময় এবং সুযোগের সাথে নিজের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি দেশ এবং সিদ্ধান্ত গ্রহণ করুন। আজ এতোটুকুই। পরবর্তী আলোচনায় সাথে থাকার অনুরোধ রইলো।