টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ব্রিসবেনের গ্যাবায় এশিয়ান চ্যাম্পিয়নরা আফগানিস্তানের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ৯ বল হাতে রেখে পৌঁছে যায়।
তিনে নামা ধনঞ্জয়া ডি সিলভা ৪২ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। ওপেনার কুশল মেন্ডিস করেন ২৫ রান। ১৯ রান এসেছে চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ও মুজিব উর রহমান জাদরান দুটি করে উইকেট পান।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার উসমান গনি করেন ২৭ রান। এছাড়া ইব্রাহিম জাদরান ২২, নজিবুল্লাহ জাদরান ১৮ ও মোহাম্মদন নবি ১৩ রান করেন।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ১-এর তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। সমান ৫ পয়েন্ট করে নিয়ে শ্রীলঙ্কার উপরে আছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই গ্রুপের সেরা দুই দল জায়গা পাবে সেমিফাইনালে।
আজ ম্যাচসেরা হয়েছেন ৪ ওভারে ১৩ রানে তিন উইকেট পাওয়া লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।