আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কারও ভেংচি দেখে আওয়ামী লীগ ভয় পায় না।
শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এক সময় বাংলাদেশ দারুণ ব্যর্থ ছিল। আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র। বিএনপির নেতৃত্বে একটা দল কথার ফুলঝুরি ছোটাচ্ছে। মির্জা ফখরুল নাকি শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কীভাবে নির্লজ্জ মিথ্যাবাদী হতে পারে? রিজার্ভ নাকি শেষ, দেশে কিছু নাই। মাথার ওপর বাতি জ্বলছে, তারা হাতে হারিকেন নিয়ে বলে বিদ্যুৎ চাই! আপনারা (বিএনপি) বহুকষ্টে ৩০ শতাংশ লোককে বিদ্যুৎ দিয়েছেন। তাও ২০ ঘণ্টা লোডশেডিং থাকতো। আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিয়েছি।
তিনি আরও বলেন, সারা বিশ্বে জ্বালানি ক্রাইসিসের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, সাময়িক অসুবিধা হচ্ছে -এতে আমাদের দায় নেই। ভাঙা রেকর্ডের মতো সকাল-বিকাল মির্জা ফখরুলরা বলে যাচ্ছেন দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, সব শেষ হয়ে গেছে। তারা আমাদের অর্জন চোখে দেখে না। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অসংখ্য উন্নয়ন হচ্ছে। এটা মির্জা ফখরুলদের পছন্দ হয় না। ওরা বলে, টেক ব্যাক বাংলাদেশ। ওদের বাবা ছিল রাজাকার।
হানিফ বলেন, আপনারা পাকিস্তানকে লালন করেন, আপনারা পাকিস্তানে ফিরে যান। লন্ডনে থেকে অনেক বড় বড় বুলি ছড়ান, বাংলাদেশ কোন পথে যাবে? সে ফায়সালা ১৯৭১-এ হয়ে গেছে। এই সন্ত্রাসীরা আবার বেরিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগের হাতে থাকবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সম্মেলনে গোলাম সারোয়ারকে সভাপতি ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সংসদ সদস্য মুজিবুল হক।