শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা না দেয়ায় পিতাকে হত্যা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন প্রবাস ফেরৎ পিতা মোগল মিয়া (৫৫)। রবিবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত মোগল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছে ঘাতক ছেলে মনির হোসেন ও তার স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, মোগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। তিনি গত এক মাস পূর্বে দেশে ফিরেছেন। তার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে মনির সবার বড়। ৩ সন্তানের জনক মনির ছিল অনেকটা ভবঘুরে প্রকৃতির। নিজে কোন কাজ না করে পিতার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতো মনির। রবিবার মোগল মিয়া ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর টাকা চায় মনির। পিতা মোগল মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির তার পিতার বুকে ছুরিকাঘাত করে।

পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় মোগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ঘাতক ছেলে মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ